তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উদযাপন
Sangbad Prabhati, 23 January 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সরকারি আয়োজনে পূর্ব বর্ধমানে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকী শ্রদ্ধার সহিত পালিত হলো। পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় বর্ধমানের কোর্ট কম্পাউন্ডে নেতাজী মূর্তির সামনে অনুষ্ঠান হয়। পূর্ণাবয়ব নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মালা পরিয়ে অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রাণী এ।
উপস্থিত ছিলেন বর্ধমান সদর উত্তর মহকুমার মহকুমা শাসক রাজর্ষি নাথ, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শঙ্কর মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
জেলা শাসক আয়েশা রাণী এ তাঁর বক্তব্যের শুরুতেই নেতাজীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, নেতাজী সুভাষ চন্দ্র বসু আমাদের অনুপ্রেরণা। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে আরও বেশি করে নেতাজী সম্পর্কে পড়াশোনা করতে হবে, তাঁকে ভালো করে জানতে হবে। জেলা শাসক এই মহামানবের ত্যাগের কথা, দেশের প্রতি ভালোবাসার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা "ভারত আমার ভারতবর্ষ" দেশাত্মবোধক সমবেত সঙ্গীত পরিবেশনের মাধ্যমে নেতাজী সুভাষ চন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী সুদেষ্ণা আচার্য।






