Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Metro Rail শহর বর্ধমানে মেট্রো রেল, প্রকৃত তথ্য জানতে ক্লিক করুন



 

Metro Rail 

শহর বর্ধমানে মেট্রো রেল, প্রকৃত তথ্য জানতে ক্লিক করুন 




Sangbad Prabhati, 3 September 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শহর বর্ধমানে মেট্রো রেল হতে চলেছে বলে একটি খবর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মানুষের নজর কেড়েছে। প্রস্তাবিত বর্তমান মেট্রো রেল প্রজেক্ট বলে উল্লেখ করে একটি তথ্যের পাশাপাশি মেট্রো রেল প্রকল্পের একটি নকশাও দেওয়া হয়েছে। মেট্রোরেলের খবর শুনে এবং জেনে বর্ধমানবাসী অনেকেই আশায় বুক বাঁধছেন। কিন্তু এই খবর পূর্ব রেলের কর্তা ব্যক্তিদের নজরে আসতেই মাথা ঘুরে চক্ষু চরকগাছ হওয়ার উপক্রম। সোশ্যাল মিডিয়ার সেই তথ্য হুবহু তুলে ধরলাম


প্রস্তাবিত বর্ধমান মেট্রো রেল প্রজেক্ট৷

আমাদের বর্ধমান শহরের মধ্য দিয়ে খুব শীঘ্রই মেট্রো রেল প্রকল্প শুরু হওয়ার আসন্ন পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে, মোট দুটি লাইনের প্ল্যান করা হয়েছে। প্রথম লাইন আলিশা বাস স্ট্যান্ড থেকে বর্ধমান স্টেশন পর্যন্ত এবং দ্বিতীয় লাইন বর্ধমান স্টেশন থেকে নবাবহাট বাস স্ট্যান্ড পর্যন্ত।

প্রকল্প শুরুর আনুমানিক সাল : ২০২৫/২০২৭ 

শেষ হওয়ার আনুমানিক সাল : ২০৩৩

পূর্ব রেলের তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন খবরটি সম্পূর্ণরূপে ফেক।

ইতিপূর্বে রেলের কনসেশন নিয়েও একটি তালিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পরে বিষয়টি পূর্ব রেলের নজরে আসতেই তারা সরাসরি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেন ওই তালিকা সম্পূর্ণরূপে ফেক।