Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

প্যাব রিপোর্ট অনুযায়ী পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটরদের নয়া বেতন বিন্যাস জানালেন জয়দেব গিরি


প্যাব রিপোর্ট অনুযায়ী পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, স্পেশাল  এডুকেটরদের নয়া বেতন বিন্যাস জানালেন জয়দেব গিরি

ডেস্ক রিপোর্ট : পশ্চিমবঙ্গের প্যাব রিকুইজিসন নিয়ে রাজ্যের সাথে আলোচনা হয়েছে কেন্দ্রের। যদিও সেই সংক্রান্ত কোনো রিপোর্ট সরকারী ভাবে এখনো প্রকাশ করা ন হয়নি। কিন্তু ১৬ জুন মিটিং এর পর নির্দিষ্ট সোর্স থেকে কিছু তথ্য জানতে পেরেছেন পঃ বঃ তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের সেন্ট্রাল কমিটির কনভেনার জয়দেব গিরি। সেই তথ্যই তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। রাজ্যের পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, এস এস কে, এম এস কে সহ অন্যান্যদের নতুন বেতন বিন্যাস কেমন হতে চলেছে ? সে বিষয়ে জানালেন তৃণমূল শিক্ষা সেলের সেন্ট্রাল কমিটির কনভেনার জয়দেব গিরি। তিনি জানান এম এইচ আর ডি কর্মীদের কাছ থেকে বিশেষ সোর্সে তিনি জানতে পেরেছেন যে রাজ্য সরকার কি চেয়েছিলেন আর কেন্দ্র কি অনুমোদন দিল। সেই বিষয়ে তিনি জানান গ্রুপ ডি'র জন্য চাওয়া হয়েছিল ১৭০০০ টাকা পাওয়া গেছে ১৬০০০ টাকা। গ্রুপ সি র জন্য চাওয়া হয়েছিল ২০০০০ টাকা পাওয়া গেছে ১৯০০০ টাকা। প্রাইমারি প্যারা টিচারদের জন্য চাওয়া হয়েছিল ২০০০০ টাকা পাওয়া গেছে ১৯৫০০ টাকা।আপার প্রাইমারি প্যারা টিচারদের জন্য চাওয়া হয়েছিল ২২৮০০ টাকা পাওয়া গেছে ২২০০০ টাকা।স্পেশাল এডুকেটরদের জন্য চাওয়া হয়েছিল ২০০০০ পাওয়াগেছে ২২৫০০ টাকা। শিক্ষাবন্ধুদের জন্য চাওয়া হয়েছিল ১৮০০০ টাকা পাওয়া গেছে ২০০০০। ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটরের জন্য চাওয়া হয়েছিল ২৫০০০ টাকা পাওয়া গেছে ২২০০০টাকা। স্টেট কো-অর্ডিনেটরের জন্য চাওয়া হয়েছিল ২৮০০০ টাকা পাওয়া গেছে ২৫০০০টাকা। একাউন্ট কো অর্ডিনেটরের জন্য চাওয়া হয়েছিল ৩০০০০ টাকা পাওয়া গেছে ২৮০০০ টাকা। আর প্ল্যানিং অর্ডিনেটর এর জন্য ৩৫০০০ টাকা চাওয়া হলেও পাওয়া গেছে ২৮৫০০ টাকা। যদিও জয়দেব বাবু বলেন এটা কোনো ফাইনাল লিস্ট নয়, কিন্তু বেতন কিছু বাড়ছেই এবিষয়ে কোনো সন্দেহ নেই। তাঁর এই কথায় আশায় বুক বাঁধছেন এই প্যারা টিচার, শিক্ষাবন্ধু সহ অন্যান্যরা। এখন দেখার সত্যি বেতন বাড়ে কিনা বা কতটা বাড়ে। সেদিকেই তাকিয়ে প্যারা টিচার সহ অন্যান্যরা।