সাইক্লোথন ও ওয়াকথন এর মাধ্যমে জাতীয় ভোটার দিবস পালন
Sangbad Prabhati, 25 January 2025
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর অধিনস্ত মাই ভারত পূর্ব বর্ধমান ও স্টার্ট আপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে সাইক্লোথন ও ওয়াকথন আয়োজিত হল শহর বর্ধমানে।
উদ্যোগতাদের তরফে সন্দীপন সরকার জানান, আগত মরশুমে ভোটারদের ভোট দানে উৎসাহ দিতে বর্ধমান রেল স্টেশন থেকে বাদামতলা পর্যন্ত আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন জেলার একমাত্র এভারেস্ট বিজয়ী সৌমেন সরকার। এই কর্মসূচিতে নতুন ভোটারদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের শেষার্ধে ভোটদানের শপথ নেওয়া হয়। নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার বার্তায় হয় মানববন্ধনও।
আয়োজকরা ছাড়াও অংশ নেয় পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব, বর্ধমান ব্লাইন্ড অ্যাকাডেমী, বর্ধমান রাজ কলেজ এন.এস.এস. ও শক্তিগড় অ্যাডভান্স ট্রেনিং অ্যাকাডেমীর দুই শতাধিক সদস্য।
উপস্থিত ছিলেন মাই ভারতের জেলা সংযোজক উত্তরা বিশ্বাস, অধ্যাপক ওম শংকর দুবে, রাজ্যস্তরে পুরস্কার বিজয়ী এন.এন.এস স্বেচ্ছাসেবী সুরজ ঘোষ, সমাজ কর্মী রামকৃষ্ণ দত্ত, সমাজকর্মী পার্থপ্রতিম মিত্র সহ অন্যান্যরা।






