ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম জন্ম মহোৎসব উদযাপন
Sangbad Prabhati, 7 December 2025
অতনু হাজরা, জৌগ্রাম : যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম জন্ম মহোৎসব সাড়ম্বরে উদযাপিত হলো জৌগ্রাম কলুপুকুর মাঠে। রবিবার এই অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি। তিনি ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শ তুলে ধরে সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন। তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খাঁন উপস্থিত হয়ে অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন। তাঁর সঙ্গে ছিলেন অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল। সেখানে গিয়ে সাধারণ মানুষের সাথে একসঙ্গে নাম সংকীর্তন শোনেন। অনুষ্ঠানে বাংলার ঐতিহ্য ছৌনাচ সকলকে আকৃষ্ট করে।
মেহেমুদ খান বলেন, পশ্চিমবঙ্গের এটাই কৃষ্টি এটাই সংস্কৃতি। এখানে ধর্ম যার যার উৎসব সবার। তাই মুসলিমরা নির্দ্বিধায় হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে এবং হিন্দুরা মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন। এখানে এসে তাঁর খুবই ভালো লেগেছে বলেও তিনি জানান।






