আট দলের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী মেমারীর ননী ও শুভ্র
Sangbad Prabhati, 28 December 2025
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর নেতাজি অ্যাথলেটিক ক্লাব একটি সান্ধ্যকালীন ৮ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করে তাদের নিজস্ব খেলার মাঠে। এই টুর্নামেন্টকে ঘিরে এলাকার মানুষদের মধ্যে বেশ উৎসাহ চোখে পড়ে। কারণ সুদূর গুপ্তীপাড়া থেকে এখানে টিম প্রতিযোগিতায় অংশ নেয়। শুধু তাই নয় শ্যামসুন্দর, রায়না, মেমারি থেকেও টিম আসে এখানে প্রতিযোগিতায় অংশ নিতে, আর জামালপুরের টিম তো ছিলই।
প্রতিযোগিতায় অংশগ্রহণের মূল্য ছিল ৭০০ টাকা। ফাইনালে ওঠে মেমারী ও গুপ্তিপাড়ার অরূপ - ননী ও শুভ্র - বাদল। ফাইনালে জয় লাভ করে মেমারীর ননী ও শুভ্র। তাঁদের হাতে নগদ ৩ হাজার টাকা ও একটি সুন্দর ট্রফি তুলে দেওয়া হয়। আর বিজিত দল গুপ্তিপাড়ার শুভ্র ও বাদলের হাতে নগদ ২৬০০ টাকা ও সুন্দর একটি ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়াও ম্যান অফ দি টুর্নামেন্ট এর একটি পুরস্কার ছিল। নেতাজী ময়দানে সান্ধ্যকালীন এই টুর্নামেন্ট দেখতে অনেক মানুষ ভিড় জমান।


