Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Joy Johar Cup 2025 পূর্ব বর্ধমানে জয় জোহার কাপ ফুটবল টুর্নামেন্ট : চ্যাম্পিয়ন আউশগ্রাম ১ ব্লক


 

Joy Johar Cup 2025

পূর্ব বর্ধমানে জয় জোহার কাপ ফুটবল টুর্নামেন্ট : চ্যাম্পিয়ন আউশগ্রাম ১ ব্লক


Jagannath Bhoumick 
Sangbad Prabhati, 26 December 2025

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : তপশিলী উপজাতির যুবসমাজকে উদ্বুদ্ধ করতে, ক্রীড়াক্ষেত্রে তাঁদের প্রতিভাকে বিকাশ লাভের সুযোগ করে দিতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত হলো প্রথম 'জয় জোহার কাপ-২০২৫'। জেলাস্তরীয় এই ফুটবল টুর্নামেন্ট বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হয়। 

চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় আউশগ্রাম ১ ব্লকের সোফাডাঙ্গা উজ্জ্বল সংঘ এবং কালনা ১ ব্লকের বাঁধাগাছি আদিবাসী জুমিত গাঁওতা ক্লাব। চ্যাম্পিয়ন হয় আউশগ্রাম ১ ব্লক। চ্যাম্পিয়ন দলের হাতে কাপ তুলে দেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রাণী এ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বিডিএ'র চেয়ারপার্সন উজ্জ্বল প্রামাণিক, জাহের থান ও মাঝি থানের রাজ্য কমিটির সদস্য দেবু টুডু, জেলা পরিষদের মেন্টর মহঃ ইসমাইল, কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, বিশ্বনাথ রায়, অতিরিক্ত জেলা শাসক প্রসেনজিৎ দাস, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শঙ্কর মন্ডল সহ অন্যান্যরা।

জেলা শাসক আয়েশা রাণী এ বলেন, এই ফুটবল টুর্নামেন্টে মাধ্যমে খেলোয়াড়দের জন্য ফুটবলের প্রতি তাদের অদম্য আকাঙ্ক্ষা পূরণ করার এবং বৃহত্তর মঞ্চে তাদের দক্ষতা প্রদর্শনের এক বিশাল সুযোগ তৈরি করেছে। টুর্নামেন্টটি পর্যায়ক্রমে পরিচালিত হয়েছিল, ব্লক স্তর থেকে শুরু করে, তারপরে মহকুমা স্তর এবং জেলা স্তরের ফাইনালে শেষ হয়। এই টুর্নামেন্টে ব্লক, মহকুমা এবং জেলা স্তরে মোট ৬৮টি দল অংশগ্রহণ করেছিল। 

মোট ৯৫২ জন উপজাতি যুবক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। মোট অংশগ্রহণকারীদের মধ্যে ৯৫২ জন উপজাতি যুবক ব্লক স্তরে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। ৩২২ জন উপজাতি যুবক মহকুমা স্তরে পৌঁছায়। বাকি অংশগ্রহণকারীরা অর্থাৎ ৫৮ জন তরুণ-তরুণী ফাইনালে অর্থাৎ জেলা পর্যায়ে অংশ নিয়েছিল এবং ২৫ জন মেয়ে প্রীতি ম্যাচে  অংশগ্রহণ করেছে যা খেলাধুলায় উপজাতীয় মেয়েদের ক্রমবর্ধমান অংশগ্রহণের ইঙ্গিত দেয়।


প্রথম সেমিফাইনাল খেলেছে কাটোয়া ২ ব্লকের নন্দীগ্রাম সিধু কানু ক্লাব বনাম আউশগ্রাম ১ ব্লকের সোফাডাঙ্গা উজ্জ্বল সংঘ। দ্বিতীয় সেমিফাইনাল খেলা হয় কালনা ১ ব্লকের বাঁধাগাছি আদিবাসী জুমিত গাঁওতা ক্লাব বনাম রারনা ১ ব্লকের রামানন্দ আদিবাসী সাওতা সাসুর গাঁওতা ক্লাবের মধ্যে। দুটি সেমিফাইনাল খেলায় ফাইনালে ওঠে কালনা ১ এবং আউশগ্রাম ১ ব্লকের দল। চূড়ান্ত পর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন হয় আউশগ্রাম ১ ব্লক এবং রানার আপ কালনা ১ ব্লকের বাঁধাগাছি আদিবাসী জুমিত গাঁওতা ক্লাব। আউশগ্রাম ১ ব্লকের সোফাডাঙ্গা উজ্জ্বল সংঘ। ম্যান অফ দ্য টুর্নামেন্ট আউস গ্রাম ব্লকের সুকল হাঁসদা। প্রীতি ম্যাচের সেরা খেলোয়াড় খন্ডঘোষ ব্লকের উর্মিলা কিস্কু। 

এদিনের টুর্নামেন্টে সকল খেলোয়াড়কে একটি করে ডাফল ব্যাগ, ফুটবল জুতা, শিন গার্ড এবং পদক উপহার দেওয়া হয়। চারটি পুরুষ দলের সবাইকে ফুটবল এবং নেট উপহার দেওয়া হয়। অংশগ্রহণকারী সকল মহিলা খেলোয়াড়কে পদক সহ ডাফল ব্যাগ উপহার দেওয়া হয়।