নবান্ন উৎসবের আঙ্গিকে বিদ্যালয়ের মিড ডে মিল
Sangbad Prabhati, 10 December 2025
অতনু হাজরা, জামালপুর : জামালপুরে বেরুগ্রাম আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠ আজ মিড ডে মিল এক বিশেষ অনুষ্ঠান করা হয়। বিদ্যালয়ে নবান্ন উৎসব। পরীক্ষা শেষে সকল ছাত্র ছাত্রীদের মাংসের ঝোল, ভাত ও খেঁজুরগুরের পায়েস করা হয়। বিদ্যালয়ের মঞ্চের সংলগ্ন শেডের নীচে লাইন দিয়ে বসিয়ে খাওয়ানো হয়। আজকের এই বিশেষ অনুষ্ঠানে বিদ্যালয়ে এসে সকল ছাত্র ছাত্রীদের সাথে বসে মিড ডে মিল খান জামালপুর পূর্ব চক্রের এস আই প্রশান্ত কবিরাজ।
তাঁর সাথে একই সঙ্গে বসে মিড ডে মিল খান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ মালিক,পরিচালন সমিতির সদস্য পাপাই শেঠ পরে আসেন পরিচালন সমিতির অপর সদস্য সুজয় পাল। অবর বিদ্যালয় পরিদর্শক বিদ্যালয়ের মিড ডে মিলের রান্না এবং পরিবেশ দেখে সন্তুষ্ট হন। তিনি ছাত্র ছাত্রীদের সাথেও কথা বলেন। দেবাশীষ বাবু বলেন এস আই সাহেবের পরামর্শেই তাঁরা আজকের এই অনুষ্ঠানটি করেছেন।
প্রসঙ্গত জামালপুর ব্লকের, জামালপুর ও জামালপুর পূর্বের দুই এস আই অনিন্দিতা সাহা ও প্রশান্ত কবিরাজ তাঁরা বিদ্যালয় ছুট ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে ফেরাতে ও বাল্য বিবাহ রোধে নিরন্তর কাজ করে চলেছেন বিদ্যালয় গুলিকে নিয়ে । সকল হাই স্কুল, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, সহ শিক্ষক, পর্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু সকলে মিলে এলাকা ভিজিট করছেন। বাড়ি বাড়ি গিয়ে বিদ্যালয় ছুট ছেলে মেয়েদের বিদ্যালয়ে নিয়ে আসার কাজ করে যাচ্ছেন।কারণ জেলার জেলা শাসকের করা নির্দেশ কোনো মতেই বিদ্যালয় ছুট ছাত্র ছাত্রী থাকবে না এবং বাল্য বিবাহ যেকোনো মূল্যে রুখতেই হবে। সেই নির্দেশ মেনেই ব্লকের বিডিও পার্থ সারথী দে তিনিও নিজে স্কুল গুলিতে যাচ্ছেন।






