Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Adi Mohini Mohan Kanjilal শাড়ির জগতে শতবর্ষ প্রাচীন আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এখন বর্ধমানে


 

Adi Mohini Mohan Kanjilal 

শাড়ির জগতে শতবর্ষ প্রাচীন আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এখন বর্ধমানে 


Sangbad Prabhati, 12 December 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মফস্বল শহর বর্ধমানেও এসে গেল শতবর্ষ প্রাচীন আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নতুন বিপণন কেন্দ্রের উদ্বোধন করেন আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এর ডিরেক্টর ও ডিজাইনার স্বর্ণালী কাঞ্জিলাল। ছিলেন সংস্থার আরও এক ডিরেক্টর এবং সিইও অর্জুন কাঞ্জিলাল সহ বর্ধমান সেন্টারের ডিরেক্টর নিবেদিতা সাধুখাঁ। 

প্রসঙ্গত বাংলার শাড়ির জগতে উল্লেখ্যযোগ্য একটি নাম আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। বর্ধমান ও পার্শ্ববর্তী এলাকার ক্রেতা সাধারণের ভালোবাসা চাহিদাকে গুরুত্ব দিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল শহর বর্ধমানের রাণীগঞ্জ বাজার চৌমাথার কাছে বি সি রোডের উপর খুললো শোরুম কাম সেল সেন্টার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন স্বর্ণালী কাঞ্জিলাল। 

আগে একটা কথা প্রচলন ছিল বিয়ের বেনারসি মানেই আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। এখন বিয়ের বেনারসি শাড়ির পাশাপাশি ঐতিহ্যবাহী সব রকমের শাড়ি সহ লেহেঙ্গা, ক্রপটপ এবং অন্যান্য পোশাকের এক্সক্লুসিভ ডিজাইনের কালেকশন সবই এখন কলকাতার দামেই বর্ধমানে পাওয়া যাবে। এখন পর্যন্ত আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এর ১৫ টি শোরুম রয়েছে। তবে নতুন বছরে কিছু নতুন চমক অপেক্ষা করছে। 

বর্ধমানে বিপণন কেন্দ্রের উদ্বোধনের দিনেই বিপুল সাড়া। ক্রেতা সাধারণের ভিড় ছিল চোখে পড়ার মতো।