Adi Mohini Mohan Kanjilal
শাড়ির জগতে শতবর্ষ প্রাচীন আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এখন বর্ধমানে
Sangbad Prabhati, 12 December 2025
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মফস্বল শহর বর্ধমানেও এসে গেল শতবর্ষ প্রাচীন আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নতুন বিপণন কেন্দ্রের উদ্বোধন করেন আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এর ডিরেক্টর ও ডিজাইনার স্বর্ণালী কাঞ্জিলাল। ছিলেন সংস্থার আরও এক ডিরেক্টর এবং সিইও অর্জুন কাঞ্জিলাল সহ বর্ধমান সেন্টারের ডিরেক্টর নিবেদিতা সাধুখাঁ।
প্রসঙ্গত বাংলার শাড়ির জগতে উল্লেখ্যযোগ্য একটি নাম আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। বর্ধমান ও পার্শ্ববর্তী এলাকার ক্রেতা সাধারণের ভালোবাসা চাহিদাকে গুরুত্ব দিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল শহর বর্ধমানের রাণীগঞ্জ বাজার চৌমাথার কাছে বি সি রোডের উপর খুললো শোরুম কাম সেল সেন্টার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন স্বর্ণালী কাঞ্জিলাল।
আগে একটা কথা প্রচলন ছিল বিয়ের বেনারসি মানেই আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। এখন বিয়ের বেনারসি শাড়ির পাশাপাশি ঐতিহ্যবাহী সব রকমের শাড়ি সহ লেহেঙ্গা, ক্রপটপ এবং অন্যান্য পোশাকের এক্সক্লুসিভ ডিজাইনের কালেকশন সবই এখন কলকাতার দামেই বর্ধমানে পাওয়া যাবে। এখন পর্যন্ত আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এর ১৫ টি শোরুম রয়েছে। তবে নতুন বছরে কিছু নতুন চমক অপেক্ষা করছে।
বর্ধমানে বিপণন কেন্দ্রের উদ্বোধনের দিনেই বিপুল সাড়া। ক্রেতা সাধারণের ভিড় ছিল চোখে পড়ার মতো।





