Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সোনার মেয়ে প্রত্যুষা ঘরে ফিরতেই সম্বর্ধনায় আপ্লুত, জামালপুর জুড়ে খুশির জোয়ার


 

সোনার মেয়ে প্রত্যুষা ঘরে ফিরতেই সম্বর্ধনায় আপ্লুত, জামালপুর জুড়ে খুশির জোয়ার


Atanu Hazra 
Sangbad Prabhati, 4 November 2025

অতনু হাজরা, জামালপুর : কিছুদিন আগেই নেপাল থেকে অনূর্ধ্ব ১২ আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে দেশ, রাজ্য, জেলা ও জামালপুর ব্লকের নাম উজ্বল করে ঘরে ফিরলো জামালপুর ব্লকের জোতশ্রীরাম অঞ্চলের কোরা গ্রামের সোনার মেয়ে প্রত্যুষা কোলে। সোনার মেয়ের এই সাফল্যে খুশীর জোয়ার জামালপুরে। প্রতিযোগিতা জিতে সে স্বর্ণপদক সহ ট্রফি ও সার্টিফিকেট পায়। নিজের গ্রামে ফিরতেই আজ তার বাড়িতে পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন। 

ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, অঞ্চল সভাপতি তপন দে, প্রধান আরিফা বেগম সহ অন্যান্যরা। আজ প্রত্যুষার বাড়িতে গিয়ে তাঁরা তাকে ফুল, মিষ্টি ও মেমেন্টো দিয়ে সম্বর্ধনা জানান। মেহেমুদ খান, বলেন এক অনন্য সাধন করেছে আমাদের সোনার মেয়ে প্রত্যুষা। জামালপুরে আন্তর্জাতিক সম্মান এনে দিয়েছে সে। গর্বে বুক ভরে যাচ্ছে তাঁদের। আসন্ন ওয়ার্ল্ড কাপে তার সাফল্য কামনা করেছেন তিনি। তিনি আরো বলেন আগামী ৬ নভেম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হবে। 

প্রত্যুষা নিজে খুব খুশী। সে বলে বিভিন্ন জায়গা থেকেই সে সম্বর্ধনা পাচ্ছে। আগামীতে আরও অনেক দূর সে এগিয়ে যেতে চায়। তার এই সাফল্যে খুব খুশী তার বাবা সুমিত কোলে ও মা পিয়ালী কোলে।