সোনার মেয়ে প্রত্যুষা ঘরে ফিরতেই সম্বর্ধনায় আপ্লুত, জামালপুর জুড়ে খুশির জোয়ার
Sangbad Prabhati, 4 November 2025
অতনু হাজরা, জামালপুর : কিছুদিন আগেই নেপাল থেকে অনূর্ধ্ব ১২ আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে দেশ, রাজ্য, জেলা ও জামালপুর ব্লকের নাম উজ্বল করে ঘরে ফিরলো জামালপুর ব্লকের জোতশ্রীরাম অঞ্চলের কোরা গ্রামের সোনার মেয়ে প্রত্যুষা কোলে। সোনার মেয়ের এই সাফল্যে খুশীর জোয়ার জামালপুরে। প্রতিযোগিতা জিতে সে স্বর্ণপদক সহ ট্রফি ও সার্টিফিকেট পায়। নিজের গ্রামে ফিরতেই আজ তার বাড়িতে পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন।
ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, অঞ্চল সভাপতি তপন দে, প্রধান আরিফা বেগম সহ অন্যান্যরা। আজ প্রত্যুষার বাড়িতে গিয়ে তাঁরা তাকে ফুল, মিষ্টি ও মেমেন্টো দিয়ে সম্বর্ধনা জানান। মেহেমুদ খান, বলেন এক অনন্য সাধন করেছে আমাদের সোনার মেয়ে প্রত্যুষা। জামালপুরে আন্তর্জাতিক সম্মান এনে দিয়েছে সে। গর্বে বুক ভরে যাচ্ছে তাঁদের। আসন্ন ওয়ার্ল্ড কাপে তার সাফল্য কামনা করেছেন তিনি। তিনি আরো বলেন আগামী ৬ নভেম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হবে।
প্রত্যুষা নিজে খুব খুশী। সে বলে বিভিন্ন জায়গা থেকেই সে সম্বর্ধনা পাচ্ছে। আগামীতে আরও অনেক দূর সে এগিয়ে যেতে চায়। তার এই সাফল্যে খুব খুশী তার বাবা সুমিত কোলে ও মা পিয়ালী কোলে।





