সদর সাব ডিভিশন স্পোর্টস কাউন্সিলের অ্যাথলেটিক মিট ২০২৫
Sangbad Prabhati, 19 October 2025
অতনু হাজরা, জামালপুর : সদর সাব ডিভিশন স্পোর্টস কাউন্সিলের অ্যাথলেটিক মিট ২০২৫ অনুষ্ঠিত হলো জামালপুরের সেলিমাবাদের শিবি মাঠে। জামালপুর, মেমারি, রায়না ১ ও ২, খণ্ডঘোষ এই পাঁচটি ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা অংশ নিয়েছিল এই অ্যাথলেটিক মিটে। মার্চ পাস্টের মধ্য দিয়ে খেলার সূচনা হয়। মশাল দৌড়ের পর সাবডিভিশনের পতাকা উত্তোলন করেন সাব ডিভিশন সম্পাদক সুরজিৎ চ্যাটার্জী। প্রতিযোগীদের উৎসাহিত করতে মাঠে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন।
তিনি বলেন, আজকে সব কিশোর কিশোরীরা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে। তার থেকে একমাত্র মুক্তি দিতে পারে এই খেলা। তিনি বলেন সবাই হয়তো প্রাইজ পাবে না। কিন্তু এতে ভেঙে পড়লে হবে না। চেষ্টা জারি রাখতে হবে। ১০০, ২০০, ৪০০, ১০০০ ও ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতা, লং জাম্প, হাই জাম্প, ডিসকাস থ্রো সহ নানা ইভেন্টে প্রতিযোগিতা হয়।
সুরজিৎ বাবু জানান, সংশ্লিষ্ট সমস্ত ব্লকের শারীরিক শিক্ষার শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। তিনি মেহমুদ খাঁনকে ধন্যবাদ জানান তাঁদের ডাকে সারা দিয়ে উপস্থিত হবার জন্য। তিনি জানান, মোট ৩৮০ জন প্রতিযোগী আজকের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থনাধিকারীদের পুরস্কার হিসাবে ট্রফি সার্টিফিকেট দেওয়া হয়।





