Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মোবাইলের অতিরিক্ত ব্যবহারেই তরুণ প্রজন্মে বাড়ছে ‘কাইফোসিস’-এর প্রবণতা, জানাচ্ছেন যোগা প্রশিক্ষিকা অমৃতা দাস


 

মোবাইলের অতিরিক্ত ব্যবহারেই তরুণ প্রজন্মে বাড়ছে ‘কাইফোসিস’-এর প্রবণতা, জানাচ্ছেন যোগা প্রশিক্ষিকা অমৃতা দাস 


Krishnakant Mallick 
Sangbad Prabhati, 20 October 2025

কৃষ্ণকান্ত মল্লিক : বর্তমান সময়ে স্মার্টফোন যেন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতের ঘুমোনোর আগে পর্যন্ত— দিনভর হাতেই ফোন। অনলাইন গেম, সোশ্যাল মিডিয়া, সিরিজ দেখা— নানা কারণে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনে চোখ রাখছে কমবয়সিরা। কিন্তু এই অভ্যাসই হয়ে উঠছে বিপদের কারণ। চিকিৎসকদের মতে, মোবাইল বা ল্যাপটপে দীর্ঘক্ষণ ঝুঁকে বসে থাকার ফলে তরুণদের মধ্যে বাড়ছে মেরুদণ্ডের গুরুতর বিকৃতি ‘কাইফোসিস’ বা ‘কাইফোস্কোলিওসিস’-এর প্রবণতা। নীরবে বাড়তে থাকা এই রোগ এখন বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

কাইফোসিস এমন একটি অবস্থা, যেখানে মেরুদণ্ডের পিছনের, সামনের বা পাশের দিক বেঁকে যায়। সাধারণত সোজা থাকা মেরুদণ্ড ক্রমে বেঁকে গিয়ে শরীরের গঠন বিকৃত করে দেয়। বিশেষজ্ঞদের মতে, এই রোগ এখন কেবল প্রবীণদের নয়, বরং কৈশোর ও তরুণ বয়সীদের মধ্যেও দ্রুত বৃদ্ধি পাচ্ছে— যার অন্যতম প্রধান কারণ স্মার্টফোন ও ল্যাপটপের প্রতি অতিরিক্ত আসক্তি। 

স্কুল-কলেজের পড়ুয়া ও তরুণ কর্মজীবীরা অনেকে সারাদিন চেয়ারে বা বিছানায় বসে ফোনে গেম খেলা, ভিডিও দেখা বা সোশ্যাল মিডিয়া ব্যবহারে ডুবে থাকেন। দিনে দিনে এর ফলে মেরুদণ্ডের নমনীয়তা হারিয়ে যায়, পেশির স্বাভাবিক ভর কমে আসে এবং দেহের ভঙ্গি বিকৃত হতে শুরু করে। এক সাক্ষাৎকারে সিনিয়র যোগা ইনস্ট্রাক্টর অমৃতা দাস সাইগন সিটি থেকে জানান - কাইফোসিসের প্রাথমিক উপসর্গ অনেক সময় সাধারণ ব্যথা বা ক্লান্তি হিসেবে দেখা দেয়, ফলে অধিকাংশ মানুষ গুরুত্ব দেন না। তবে নিচের কয়েকটি লক্ষণ দেখা দিলে সতর্ক হওয়া জরুরি— ১. পিঠ ক্রমশ শক্ত হয়ে যাওয়া ও তীব্র ব্যথা অনুভব। ২. ফুসফুসে চাপ পড়ায় শ্বাসকষ্টের সমস্যা। ৩. পেশিতে ব্যথা ও টান। ৪. সারাদিন অস্বাভাবিক ক্লান্তি। ৫. পায়ে অসাড়তা বা খিঁচুনি। ৬. সোজা হয়ে দাঁড়ানো বা হাঁটাচলায় সমস্যা; শরীর সামনে ঝুঁকে পড়া। যোগা প্রশিক্ষক স্বপ্না পাল, অমৃতা দাস তাদের কাছে আসা যোগা শিক্ষার্থীদের প্রথমে বলে দেন অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার বন্ধ করে তবেই যোগায় মননিবেশ।

অতিরিক্ত মোবাইল ব্যবহারের প্রভাব শুধু মানসিক স্বাস্থ্যের ওপরই নয়, শরীরের ওপরও মারাত্মক। চোখের সমস্যা, নিদ্রাহীনতা, স্থূলতা, এমনকি ডায়াবেটিস পর্যন্ত দেখা দিচ্ছে কমবয়সিদের মধ্যে। আর এখন যোগ হয়েছে মেরুদণ্ড বিকৃতির মতো জটিল রোগের ঝুঁকি। 

দীর্ঘ ৩৫ বছর যোগা নিয়ে থাকা হুগলির ত্রিবেনীর যোগা প্রশিক্ষক স্বপ্না পাল মনে করেন - অন্তত ৩০ মিনিট ওয়ার্ক আউট বা যোগব্যায়াম করা জরুরি। সঠিক ভঙ্গিতে বসা বা দাঁড়ানো শেখা প্রয়োজন। পড়াশোনা বা কাজের মাঝে নিয়মিত বিরতি নেওয়া উচিত। স্ক্রিন টাইম কমিয়ে নির্দিষ্ট সময়ে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করা অভ্যাস করুন। সিনিয়র যোগা ইনস্ট্রাক্টর অমৃতা দাস মনে করেন মোবাইল বেশি ব্যবহার না করে পুষ্টিকর খাদ্য ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে শিক্ষার্থীদের তথা বর্তমান সময়ের ছাত্র ছাত্রীদের।

আজকের ডিজিটাল যুগে মোবাইল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, কিন্তু প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার যদি শারীরিক বিকৃতি ও স্থায়ী ব্যথার কারণ হয়ে ওঠে, তবে তার পরিনতি ভয়ঙ্কর।