আমাদের পাড়া আমাদের সমাধান শিবির : জামালপুরে ৯৪টি শিবির, ২৪ কোটি টাকা অনুমোদন
Sangbad Prabhati, 17 October 2025
অতনু হাজরা, জামালপুর : আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে শেষ হলো আজ। এদিন পাঁচড়া পঞ্চায়েতের ধূলুক গ্রামে দুটি বুথ নিয়ে হয় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির।
ধুলুক প্রাইমারি স্কুলে এই শিবির পরিদর্শনে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, গ্রাম পঞ্চায়েত প্রধান বিকাশ পাকড়ে, উপ প্রধান সাবিত্রী টুডু, কৃষি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি জয়দেব দাস, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, পঞ্চায়েত সদস্যরা সহ অন্যান্যরা।
মেহেমুদ খাঁন বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তাঁদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এ এক যুগান্তকারী পরিকল্পনা। যার ফল রাজ্যের মানুষ হাতে হাতে পাচ্ছেন। তিনি আরো বলেন আমাদের পাড়া আমাদের সমাধান শিবির আজ শেষ হলো অথচ এরই মধ্যে বিভিন্ন পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের অনেক বুথেই পাড়ার মানুষের দাবি অনুযায়ী উন্নয়নের কাজ অনেক জায়গায় শুরু হয়েছে, আবার অনেক জায়গায় শেষও হয়ে গেছে। দুই থেকে তিন কোটি টাকা ইতিমধ্যেই এসে গেছে। রাজ্যের বিভিন্ন জায়গায় যেটুকু উন্নয়নের কাজ বাকি ছিল রাজ্যের মূখ্যমন্ত্রী এই কর্মসূচীর মাধ্যমে তা করে দিলেন।
এছাড়াও এখন পর্যন্ত যে সমস্ত মানুষ সরকারী নানা প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন না। ক্যাম্পের মাধ্যমে আবেদন করে সেগুলোও পেয়ে যাবেন। ব্লকের বিডিও পার্থ সারথী দে জানান, জামালপুর ব্লকে মোট ৯৪ টি আমাদের পাড়া আমাদের সমাধান শিবির হয়েছে। ক্যাম্প গুলিতে প্রায় এক লক্ষের বেশি মানুষ এসেছেন। ব্লকে পাড়ায় সমাধানে ২৪ কোটি টাকার মধ্যে ৪ কোটি টাকা অনুদান এসে গেছে। সমস্ত অঞ্চলেই মানুষের দাবী মত কাজ শুরু হয়ে গেছে।






