Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমানে তৃণমূল কংগ্রেসের অঞ্চলভিত্তিক বিজয়া সম্মেলন


 

পূর্ব বর্ধমানে তৃণমূল কংগ্রেসের অঞ্চলভিত্তিক বিজয়া সম্মেলন 


 Atanu Hazra 
Sangbad Prabhati, 11 October 2025

অতনু হাজরা, পূর্ব বর্ধমান : তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের নির্দেশ প্রতিটি অঞ্চলে করতে হবে বিজয়া সম্মেলনী। সেই মোতাবেক পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই আয়োজিত হচ্ছে বিজয়া সম্মেলন। শুক্রবার কালনা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় মধুপুর কমিউনিটি হলে।

 উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বর্ধমান পূর্বের সাংসদ ডাঃ শর্মিলা সরকার ও জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল সহ অন্যান্য বিশিষ্টজন। মন্ত্রী স্বপন দেবনাথ বক্তব্য রাখতে গিয়ে রাজ্য জুড়ে উন্নয়নের বিষয়টি তুলে ধরার সঙ্গে আগামী বিধানসভা ভোটের প্রসঙ্গও টেনে আনেন।

জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতিটি অঞ্চলে কোন কোন দিন বিজয়া সম্মেলন করা হবে তার তালিকা করে নির্দেশ দেন। সেই অনুযায়ী জামালপুর ব্লকে শুরু হয়েছে অঞ্চলভিত্তিক বিজয়া সম্মেলন। ইতিমধ্যেই ১০ অক্টোবর জারোগ্রাম অঞ্চলে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

আজ জামালপুর ব্লকে চকদিঘী ও জামালপুর ২ অঞ্চলে বিজয়া সম্মেলন আয়োজিত হয়। চকদিঘীর কালীতলা ও জামালপুর বাসস্ট্যান্ডে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত দলীয় নির্দেশে গতকাল থেকেই শুরু হয়েছে অঞ্চল ভিত্তিক বিজয়া সম্মেলনী। চলবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত। আজকের এই অনুষ্ঠান দুটিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, বিধায়ক অলোক কুমার মাঝি, যুব সভাপতি উত্তম হাজারী, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, জেলা পরিষদ সদস্য শোভা দে, দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা বাগ ও মিঠু পাল, চকদিঘী অঞ্চল সভাপতি আজাদ রহমান, শিব শঙ্কর রক্ষিত সহ অন্যান্যরা।

 বক্তব্য রাখতে গিয়ে মেহেমুদ খাঁন রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য যে যে প্রকল্প গুলো চালু করেছেন সে সম্পর্কে বিস্তারিত ভাবে তুলে ধরেন। তিনি বলেন মুখ্যমন্ত্রী উন্নয়নে কোনো ভেদাভেদ করেন নি। সিপিএম, বিজেপি সকলে এই উন্নয়নের সুফল পাচ্ছেন। তিনি আজকের এই অনুষ্ঠানে আগত মহিলা কর্মীদের বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে সারা রাজ্যের উন্নয়নের দায়িত্ব নিতে পারেন তাহলে মহিলারা কেনো এগিয়ে এসে তাঁকে সাহায্য করবেন না। তিনি বলেন সামনেই বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনে তাঁদেরই এগিয়ে আসতে হবে। দুই অঞ্চল সভাপতি বলেন দলের নির্দেশ অনুযায়ী ব্লক সভাপতি তাঁদের নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী তাঁরা তাঁদের অঞ্চলে বিজয়া সম্মেলনী করছেন। দুটি অঞ্চলেই প্রচুর সংখ্যায় দলের কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠান শেষে সকলকে মিষ্টি মুখ করানো হয়। বিধানসভা ভোটের আগে তৃণমূল তাঁদের সংগঠনকে চাঙ্গা করে নিচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।