Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তীব্র স্রোতে ভেসে গিয়েও বরাত জোরে বাঁচলেন সত্তর বছরের বৃদ্ধা


 

তীব্র স্রোতে ভেসে গিয়েও বরাত জোরে বাঁচলেন সত্তর বছরের বৃদ্ধা 


Atanu Hazra 
Sangbad Prabhati, 6 October 2025

অতনু হাজরা, জামালপুর : ভরা দামোদর থেকে উদ্ধার করা হলো প্রায় ৭০ বছর বয়স্কা এক মহিলাকে। ডি ভি সি থেকে জল ছাড়ায় দামোদরের জলস্তর বেড়েছে তার সাথে যুক্ত হয়েছে নিম্নচাপের বৃষ্টি। ফলে দামোদর নদের জল বেশ কিছুটা বেড়েছে। রবিবার সন্ধ্যায় এই ভরা দামোদরে বেগোর মোড়ে যেখানে দামোদর নদ দুটি ভাগে ভাগ হয়ে গিয়ে দামোদর ও মুন্ডেশ্বরি ঠিক সেই জায়গার কাছে (মুইদিপুর গ্রাম) হঠাৎ গ্রামবাসীরা বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনতে পান। সাথে সাথে গ্রামের লোকেরা ছুটে যান। খবর পেয়েই সেখানে ছুটে আসেন জোতশ্রীরাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন দে। সকলে মিলে তদারকি করে বৃদ্ধাকে নদীর পাড়ে তোলা হয়। জলে থাকার কারণে তাঁর শরীর শীতে কাঁপতে থাকে। সাথে সাথেই তাঁকে নতুন পোশাক পরায় এলাকার মহিলারা। খবর পেয়েই জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খাঁন পুলিশকে খবর দেন। পুলিশ সেই বৃদ্ধাকে জামালপুর হাসপাতালে নিয়ে আসে। বৃদ্ধার নাম মাতুরি টুডু। বাড়ি রায়নার হিজলনার জাকতা গ্রামে। মাতুরি দেবী বলেন তিনি দামোদরে স্নান করতে নেমেছিলেন জল বেশি থাকায় ভেসে যান। জামালপুর থানার পুলিশ বাড়ির সাথে যোগাযোগ করেছে। তাঁকে তাঁর পরিবারের লোকের হাতে তুলে দেওয়া হবে। মেহেমুদ খাঁন বলেন বৃদ্ধাকে জামালপুর হাসপাতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। তাঁর পরিচয় ও ঠিকানা জানতে পেরেছে পুলিশ। হিজলনার জাকতা গ্রামে তাঁর বাড়ি। দামোদর নদে স্নান করতে নেমে স্রোতে তিনি ভেসে যান। পুলিশ প্রশাসন তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন।