বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি ঘৃণ্য চক্রান্তের প্রতিবাদে জামালপুরের দিকে দিকে সরব তৃণমূল কংগ্রেস
Sangbad Prabhati, 7 September 2025
অতনু হাজরা, জামালপুর : বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি কেন্দ্রের বিজেপি সরকার ও বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য গুলি যেভাবে আক্রমণ নামিয়ে আনছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তাদের দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজ্যের প্রতিটি ব্লকের প্রতিটি অঞ্চলে চলছে প্রতিবাদ সভা ও প্রতিবাদ মিছিল।
রবিবার জামালপুরে বাংলা ভাষা, বাঙালিদের প্রতি অত্যাচার ও ১০০ দিনের কাজের বকেয়া টাকা জোর করে আটকে রাখার প্রতিবাদে একাধিক কর্মসূচী নেওয়া হয়। আঝাপুর অঞ্চল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। মসাগ্রাম স্টেশন বাজারে সেই মিছিল শেষ হলে সেখানে একটি পথসভা করা হয়। মিছিলে পা মেলান তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন। ছিলেন অঞ্চল সভাপতি প্রতাপ রক্ষিত, অঞ্চল শ্রমিক সংগঠনের সভাপতি সুদীপ মজুমদার, মহিলা নেত্রী ঝর্না বেগম শেখ সহ অন্যান্যরা। ঝর্না বেগম শেখের নেতৃত্বে প্রচুর মহিলা তৃণমূল কর্মীরা মিছিলে যোগ দেন। আবুজহাটি ১ অঞ্চলে একটি প্রতিবাদ মিছিল করে পথসভা করা হয় আবুজহাটি গ্রামে। সেখানে মিছিলে পা মেলান অঞ্চল সভাপতি তরুণ কান্তি ঘোষ, প্রধান রমজান শা, জৌগ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল, প্রাক্তন ব্লক মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, নিমাই ঘোষ সহ অন্যান্যরা। পরে সেখানে পথসভায় উপস্থিত হন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন।
উপস্থিত প্রতিটি বক্তা বাংলা ও বাঙালিদের উপর অন্যায়, অত্যাচার, ও বঞ্চনার তীব্র প্রতিবাদ জানান। তাঁরা বলেন এই ভাবে মমতা ব্যানার্জীকে আটকানো যাবে না। পরবর্তীতে জৌগ্রাম অঞ্চলের উদয়পুর মোড়ে একটি পথসভায় যোগ দেন মেহেমুদ খাঁন। সেখানে ছিলেন ব্লক সভাপতি মেহেমুদ খাঁন সহ জেলা এস টি সেলের সভাপতি তারক টুডু,অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল আবুজহাটি ২ অঞ্চলের সভাপতি রমেন্দ্রনাথ কোনার, প্রধান ঝর্না দাস সহ অন্যান্যরা। পারাতল ১ অঞ্চলে মহিন্দরে একটি পথসভা করা হয়।
সেখানে বক্তব্য রাখেন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লকের এস সি সেলের সভাপতি উত্তম হাজারী সহ অন্যান্যরা। মেহেমুদ খাঁন বাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর যে অত্যাচার করা হচ্ছে ও বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তার তীব্র প্রতিবাদ করেন। তিনি বলেন এর বিরুদ্ধে প্রতিবাদ চলতেই থাকবে। দল যখন যেরকম নির্দেশ দেবে তাঁরা সেভাবেই চলবেন। তিনি সি পি এম ও বিজেপির উদ্যেশ্যে বলেন, মমতা ব্যানার্জী এখানেই অনন্য। সর্বদা সি পি এম ও বিজেপি বাংলার বিরুদ্ধে চক্রান্ত করলেও তাঁদের বাড়ির মহিলাদের লক্ষীর ভান্ডারের টাকা আটকায় না, তারা স্বাস্থ্য সাথীর সকল সুযোগ সুবিধা পায়। অথচ রাজ্যের বাইরে বাঙালিদের উপর আক্রমণ হলে তারা নীরব থাকে। এই দ্বিচারিতার জবাব আগামী বিধানসভা নির্বাচনে তারা পেয়ে যাবে।