Atanu Hazra
Sangbad Prabhati, 30 September 2025
প্রতিমায় যুগ্ম ভাবে প্রথম হয়েছে হালারা সর্বজনীন ও নেতাজী অ্যাথলেটিক ক্লাব। দ্বিতীয় পাঁচড়া চৌবেরিয়া বাজার সর্বজনীন ও তৃতীয় হয়েছে জামালপুর বকুলতলা সর্বজনীন। মণ্ডপ সজ্জায় প্রথম কালেরা বাজার ব্যবসায়ী সমিতি সর্বজনীন, দ্বিতীয় কালনা কাঁশরা সর্বজনীন, তৃতীয় স্থান পেয়েছে আঁটপারা দাসপাড়া(স্কুল মাঠ) সর্বজনীন। অলোক সজ্জায় প্রথম কালনা কাঁশরা সর্বজনীন, যুগ্ম ভাবে দ্বিতীয় হালারা সর্বজনীন,জামালপুর কিশলয় সমিতি সর্বজনীন, তৃতীয় স্থানে আছে জামালপুর বাজার গঞ্জ বারোয়ারী সর্বজনীন। পরিবেশ ভাবনায় প্রথম স্থান পেয়েছে চকদিঘী মিলন সংঘ সর্বজনীন, যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছে জৌগ্রাম স্টেশন বাজার সর্বজনীন ও নেতাজী অ্যাথলেটিক ক্লাব সর্বজনীন ও যুগ্ম ভাবে তৃতীয় হয়েছে কলুপুকুর তেলে পুকুর (জৌগ্রাম) সর্বজনীন, নখরা তপশীলী মহিলা সর্বজনীন।
সাংবাদিক বৈঠকে তাঁরা সকলে শুভেচ্ছা জানান। আগামী কাল তাঁরা পুরস্কার প্রাপ্ত প্রতিটি পুজো মণ্ডপে গিয়ে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটি সুন্দর ট্রফি ও শংসাপত্র তুলে দেবেন।