বিশ্ব বাংলা শারদ সম্মান : পূর্ব বর্ধমানে কোন কোন পুজো পুরস্কার পেল এক ঝলকে দেখে নিন
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিশ্বব্যাপী বিশ্ব বাংলা সেরা পুজোর স্বীকৃতিস্বরূপ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা, রাজ্যের সব জেলা ও দেশ-বিদেশের পুজোগুলির মধ্যে থেকে নির্বাচিত কিছু পুজোকে 'বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করা হয়। আজ পূর্ব বর্ধমান জেলায় বিশ্ববাংলা শারদ সম্মান ২০২৫ প্রদান করা হলো। সেরা পুজো, সেরা মন্ডপ, সেরা প্রতিমা ও সেরা সমাজ সচেতনতা বিষয়ে ১২ টি পুরস্কার দেওয়া হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অমিয় কুমার দাস, মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শঙ্কর মন্ডল সহ অন্যান্য আধিকারিকরা।
এবছর বিশ্ববাংলা শারদ সম্মানে সেরার স্বীকৃতি পেয়েছে বর্ধমানের বাজেপ্রতাপপুর রেলওয়ে ট্রাফিক কলোনি বারোয়ারী দুর্গাপুজো, কাটোয়ার ননগর সবুজ সংঘ, বর্ধমানের তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ।
সেরা প্রতিমা শহর বর্ধমানের সবুজ সংঘ, কালনা মহকুমার পুরাতন বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতি এবং আমরা সবাই দুর্গামাতা পূজা কমিটি।
সেরা মন্ডপ বর্ধমানের সর্বমিলন সংঘ, মেমারি সারদা পল্লী অরবিন্দ পল্লী রিক্রিয়েশন ক্লাব, বর্ধমানের লাল্টু স্মৃতি সংঘ।
সেরা সমাজ সচেতনতা বিষয়ে বর্ধমানের ইছলাবাদ এ্যাথলেটিক ক্লাব, কাটোয়ার হরগৌরিপাড়া মধ্যপল্লী দুর্গা পূজা কমিটি এবং খন্ডঘোষ হংসরাজ দুর্গা পূজা কমিটি।
উল্লেখ্য শারদোৎসবকে আরও আকর্ষণীয় এবং বাঙালির শিল্পচেতনার গরিমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত ২০১৩ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার দুর্গা পুজোর সেরা স্বীকৃতি হিসাবে 'বিশ্ব বাংলা শারদ সম্মান' পুরস্কার প্রবর্তন করেছে। বাঙালির সব থেকে বড়ো উৎসব 'শারদোৎসব'। অন্যান্য বছরের মতো এবছরও বিশ্বব্যাপী বিশ্ব বাংলা সেরা পুজোর স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার তুলে দেওয়া হলো।