Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ এ জেলার সেরা বিদ্যালয় গুলি সম্মানিত


 

একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ এ জেলার সেরা বিদ্যালয় গুলি সম্মানিত


Jagannath Bhoumick 
Sangbad Prabhati, 24 September 2025

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : পূর্ব বর্ধমান সমগ্র শিক্ষা মিশন দপ্তরের উদ্যোগে ২৪ সেপ্টেম্বর বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হলো একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান অনুষ্ঠান। প্রাথমিক ও মাধ্যমিক উভয় ক্ষেত্রেই ৬টি করে মোট ১২টি বিভাগে সেরার স্বীকৃতির জন্য ৪৮টি বিদ্যালয়কে মনোনীত করা হয়। তার মধ্য থেকে ১২টি বিদ্যালয়কে জেলার সেরা হিসেবে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমানের জেলা সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, জেলা শাসক আয়েশা রাণী এ, জেলা পুলিশ সুপার সায়ক দাস, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান তথা বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, বিধায়ক অলক কুমার মাঝি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, অতিরিক্ত জেলা শাসক প্রতীক সিং, বর্ধমান সদর উত্তর ও দক্ষিণের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস ও বুদ্ধদেব পান সহ অন্যান্যরা।

সার্বিক বিভাগে সেরা প্রাথমিক বিদ্যালয় মিনাপুর জুনিয়র বেসিক স্কুল। সার্বিক বিভাগে সেরা মাধ্যমিক বিদ্যালয় মাজিগ্রাম বিশ্বেশ্বরী হাইস্কুল। সেরা মিড-ডে মিলের জন্য বনগ্রাম প্রাথমিক বিদ্যালয় ও মৌগ্রাম হাই স্কুল। অপারেশন গ্রীন কর্মসূচিতে চন্ডিপুরডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় ও বেলার ভুরকুন্ডা হাই স্কুল। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সেরা বিদ্যালয় পূর্বস্থলী ২ ব্লকের কালেখাতলা প্রাথমিক বিদ্যালয় ও বর্ধমান আদর্শ বিদ্যালয়। স্যানিটেশন ও হাইজিন বিভাগে বেলপুকুর জিএস প্রাথমিক বিদ্যালয় ও বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। বিদ্যালয়ে সৃজনশীল কাজে জন্য শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ বিদ্যালয় (প্রাথমিক) পুরস্কৃত করা হয়েছে।

একাডেমিক অ্যাচিভমেন্টে সেরা বিদ্যালয়র শিরোপা পেয়েছে বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল। বিদ্যালয়গুলির পাশাপাশি কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ, ফিচার রচনা, অঙ্কন ও ফটোগ্রাফি ইত্যাদি বিভাগে মোট ৪৯ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়।

ব্যক্তিগত বিভাগে ভজন ঘোষ সেরা বিদ্যালয় পরিদর্শকের স্বীকৃতি পেয়েছেন। সেরা সহকারী বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) এর স্বীকৃতি পেয়েছেন প্রিয়ব্রত মুখার্জী। সেরা সহকারী বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) এর স্বীকৃতি পেয়েছেন বাসুদেব মন্ডল।

অনুষ্ঠানে মনোরম সাংস্কৃতিক পরিবেশনা করে বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুল, বর্ধমান নিবেদিতা কন্যা হাইস্কুল, শ্রী রামকৃষ্ণ সারদাপীঠ বিদ্যালয় (প্রাথমিক) ও বর্ধমান হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শিক্ষা আধিকারিক পৌষালী চক্রবর্তী ও জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) প্রলয়েন্দু ভৌমিক। তারা অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি সঙ্গীত পরিবেশনাও করেন।