মুখ্যমন্ত্রী দ্বিতীয় দফায় পূর্ব বর্ধমান জেলায় ১৭ টি দুর্গাপুজোর উদ্বোধন করলেন
Sangbad Prabhati, 23 September 2025
অতনু হাজরা, জামালপুর : দুই দফায় জেলার ৩১টি পুজো উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দ্বিতীয় দফায় পূর্ব বর্ধমান জেলার ১৭ টি পুজোর উদ্বোধন করেন তিনি। তার মধ্যে রয়েছে বর্ধমানের লাল্টু স্মৃতি সংঘ, কেশবগঞ্জ বারোয়ারী দুর্গোৎসব, জোড়া মন্দির পুজো কমিটি, আউশগ্রাম আঞ্চলিক সর্বজনীন দুর্গোৎসব কমিটি, কলানবগ্রাম কল্যাণ সমিতি ও পাঠাগার পুজো কমিটি সহ জামালপুরের হালারা সর্বজনীন দুর্গোৎসব কমিটি।
আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মন্ডল, বিডিও পার্থ সারথী দে, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ, জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব। পরে ওই অনুষ্ঠানে যোগ দেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা ও শোভা দে, জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী সহ অন্যান্যরা। গ্রাম বাংলার পুজো গুলোও যে মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন এতে খুব খুশী হালারা গ্রামের মানুষজন।
মুখ্যমন্ত্রী নিজে জামালপুরের হালারা সর্বজনীন পুজো কমিটির প্রতিমা দর্শন করতে চান এবং প্রতিমা খুব সুন্দর হয়েছে বলে প্রশংসাও করেন। পুজো কমিটির সভাপতি পঞ্চানন মন্ডল জানান তাঁরা খুব খুশী যে তাঁদের পুজো মন্ডপ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে। এটা তাঁদেরকে আর ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবে। তাঁরা তাঁদের পুজো কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবারে পুজোর অনুদান হিসেবে তাঁদের ক্লাবকে ১ লক্ষ ১০ হাজার টাকা দেওয়ার জন্য।