মানবিক কাজে পাঞ্জাব
Atanu Hazra
Sangbad Prabhati, 15 September 2025
Sangbad Prabhati, 15 September 2025
অতনু হাজরা, জামালপুর : সামাজিক কাজকর্মে এলাকার মানবিক মুখ জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব। নতুন নতুন আঙ্গিকে ও ভাবনায় সেবা কাজে তার হাত সর্বদা প্রসারিত। সম্প্রতি আশা কর্মীদের মারফত জানতে পারেন এলাকায় কিছু যক্ষ্মা রুগী, গর্ভবতী মহিলা এবং প্রসূতি মা পুষ্টিকর খাদ্যের অভাবে রয়েছেন।
সেই খবর পাবার পর জামালপুর ১ গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডল তড়িঘড়ি উদ্যোগ নেন এবং সোমবার তাদের ডেকে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী সহ অন্যান্য সদস্যরা। সাহাবুদ্দিন বাবু জানান, পরবর্তী সময়ে প্রয়োজনে আরও খাদ্য সামগ্রী দেওয়া হবে।