Atanu Hazra
Sangbad Prabhati, 21 September 2025
অতনু হাজরা, জামালপুর: ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজে বিভিন্ন জেলার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, যুব সভাপতি, মহিলা সভাপতি ও শ্রমিক সংগঠনের সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়। সেখানে পূর্ব বর্ধমান জেলার সব কটি ব্লকের নাম ঘোষণা করা হয়েছে। জামালপুরের ক্ষেত্রে পুনরায় দল ভরসা রাখলো মেহেমুদ খাঁনের উপর।
দলের ব্লক সভাপতি হিসাবে মেহেমুদ খাঁন, সহ সভাপতি ভূতনাথ মালিকের নাম, যুব সভাপতি হিসাবে উত্তম হাজারীর নাম, মহিলা সভাপতি হিসাবে কল্পনা সাঁতরা, সহ সভাপতি হিসাবে শোভা দে, শ্রমিক সংগঠনের সভাপতি হিসাবে তাবারক আলী মন্ডল ও সহ সভাপতি হিসাবে গৌরসুন্দর মন্ডলের নাম ঘোষণা করা হয়েছে।
দলের তরফে নাম ঘোষণার পর খুশির জোয়ারে ভেসেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। রাতেই বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে কর্মী সমর্থক নব নির্বাচিত পদাধিকারীরা সম্বর্ধনা জানাতে ব্লক পার্টি অফিসে ভিড় জমান। জামালপুরে পুনরায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হিসাবে মনোনীত হবার পর মেহেমুদ খাঁন দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাঁর উপর আস্থা রাখায়। তিনি রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।তিনি বলেন, দায়িত্ব অনেক বেড়ে গেলো। সকলকে নিয়ে একসাথে একজোট হয়ে একদিকে যেমন সংগঠনকে মজবুত করতে হবে তেমনি আগামী বিধানসভায় দলের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জিতিয়ে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে ওনাদের হাত শক্ত করতে হবে।