দিব্যাঙ্গজনদের বিনামূল্যে সহায়ক যন্ত্র ও সরঞ্জাম প্রদান
Sangbad Prabhati, 11 September 2025
অতনু হাজরা, জামালপুর : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পশ্চিমবঙ্গ রাজ্য কার্যালয়ের পক্ষ থেকে (সি এস আর কার্যক্রমের অন্তর্ভুক্ত) পূর্ব বর্ধমানের জামালপুরে দিব্যাঙ্গজনদের বিনামূল্যে সহায়ক যন্ত্র ও সরঞ্জাম বিতরণ করা হলো পাঁচড়া কিষান মান্ডি থেকে। এই উপলক্ষ্যে সেখানে একটি ছোট্ট অনুষ্ঠান করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্বের প্রাক্তন সাংসদ সুনীল মন্ডল, বিধায়ক অলক কুমার মাঝি, জেলা বনভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, ভারপ্রাপ্ত বিডিও রাহুল বিশ্বাস, প্রধান বিকাশ পাকড়ে, কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস সহ অন্যান্যরা। জামালপুরের প্রায় ৭৬ জন দিব্যাঙ্গদের হাতে এই সহায়ক যন্ত্র ও সরঞ্জাম তুলে দেওয়া হয়।
তার মধ্যে ছিল ব্যাটারি চালিত তিনচাকা সাইকেল, ক্র্যাচ, হুইল চেয়ার, সহ আরো অন্যান্য উপকরণ। মেহেমুদ খাঁন বলেন ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন এর পক্ষ থেকে দিব্যাঙ্গদের এই সহায়তা এই মানুষ গুলোর খুবই কাজে লাগবে। তিনি ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনকে ধন্যবাদ জানান।