K I H C P W A
বাংলা ভাষা ও বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে সরব গ্ৰামীন স্বাস্থ্য পরিষেবক সংগঠন
Sangbad Prabhati, 24 August 2025
অতনু হাজরা জামালপুর : গ্ৰামীন স্বাস্থ্য পরিষেবক সংগঠন কলকাতা ইনফরমাল হেল্থ কেয়ার প্রোভাইডার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (K I H C P W A) উদ্যোগে, রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এর সহযোগিতায় বর্ধমান শহরের গোলাপ বাগ মোড় থেকে বর্ধমান রেলওয়ে স্টেশন পর্যন্ত একটি পদযাত্রা আয়োজিত হয়। মূলত বিভিন্ন রাজ্যে বাঙালি ও বাংলা ভাষার উপর অত্যাচারের প্রতিবাদ স্বরূপ রবিবার এই পদযাত্রা হয়। পদযাত্রার শেষে বর্ধমান স্টেশনের সম্মুখে পথ সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এর সভাপতি বিশ্বজিৎ সাঁই, মহ:মোজাফ্ফর সহ গ্ৰামীন স্বাস্থ্য পরিষেবক সংগঠন (K I H C P W A) এর রাজ্য সভাপতি জয়ন্ত চক্রবর্তী, সহ সভাপতি বিপ্লব কান্ত রায়, রাজ্য কমিটির সদস্য ইমতিয়াজ আহমেদ, পূর্ব বর্ধমান জেলার আহবায়ক কিবরিয়া সেখ, সভাপতি জয়ন্ত ভট্টাচাৰ্য, পূর্ব বর্ধমান জেলা সম্পাদক আদিত্য ঘোষ, পূর্ব বর্ধমান জেলার উপদেষ্টা কমিটির সদস্য পার্থ চ্যাটার্জী ও সেখ সবুর আলি সহ পূর্ব বর্ধমান জেলার প্রতিটি ব্লকের K I H C P W A এর প্রায় ৩ শতাধিক সদস্য।
এছাড়াও পদযাত্রায় পা মেলান আদিবাসী সম্প্রদায় গোষ্ঠী ও বর্ধমান N C C বাহিনী, মৌলবী সাহেব,পুরোহিত সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ।
এই কর্মসূচির উদ্দেশ্যে এবং আগামী দিনে কি ভাবে পথ চলা হবে তা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্ব।