HS Exam.
ওএমআর শীটে উচ্চমাধ্যমিক পরীক্ষা : সংসদ সভাপতির উপস্থিতিতে প্রস্তুতি সভা হলো বর্ধমানে
Sangbad Prabhati, 22 August 2025
অতনু হাজরা, বর্ধমান : উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে প্রস্তুতি মিটিং হলো বর্ধমানের দেওয়ান দীঘির প্রীতিলতা মঞ্চে। শুক্রবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এই সভা আয়োজিত হয়। আগামী সেপ্টেম্বর মাসের ৮ তারিখ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ রূপে নতুন আঙ্গিকে হতে চলেছে। এই প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষা দুটি সেমিস্টারে হবে তৃতীয় ও চতুর্থ। চাকরীর পরীক্ষার মতো ওএমআর শীটে নেওয়া হবে পরীক্ষা। নতুন কী কী নিয়ম চালু হলো। ভেন্যু গুলোতে কীভাবে পরীক্ষা চলবে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি সেক্রেটারি মুক্তার নার্জিনারী, ডি আই সেকেন্ডারি তথা উচ্চমাধ্যমিক পরীক্ষার জেলা কনভেনর দেবব্রত পাল, শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, জয়েন্ট সেক্রেটারি সঞ্জয় সাহা, প্রাক্তন কনভেনর অতনু নায়েক, মাধ্যমিকের কনভেনর অমিত ঘোষ সহ অন্যান্যরা।
জেলার প্রতিটি উচ্চমাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক, প্রতিটি ভেন্যুর ভেন্যু সুপারভাইজার, সেন্টার সেক্রেটারি, সেন্টার ইন চার্জ, ডি এস ই মেম্বার সকলকেই এই মিটিংয়ে ডাকা হয়েছিল। চিরঞ্জীব বাবু এই বছরের পরীক্ষা কিভাবে কাউন্সিল নিতে চাইছে, কী কী কাজ ভেন্যু সুপার ভাইজারদের সব বিস্তারিত ভাবে জানিয়ে দেন। এই তৃতীয় সেমিস্টার পরীক্ষায় শুধু মোবাইল নয় কোনো ইলেক্ট্রনিক্স গেজেট নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। জয়েন্ট কনভেনর সঞ্জয় সাহা জানান এবারে জেলায় মোট ৯৯ টি পরীক্ষা কেন্দ্র থাকছে। তার মধ্যে মেন ভেন্যু ৪১ টি ও সাব ভেন্যু ৫৮ টি। জেলায় মোট ৩৫ হাজার ৪৪৯ জন পরীক্ষার্থী এবারে তৃতীয় সেমিস্টার পরীক্ষায় বসবে।