জামালপুরেও গণেশ পুজো, উদ্বোধনে সম্প্রীতির বার্তা
Sangbad Prabhati, 27 August 2025
অতনু হাজরা, জামালপুর : ব্যবসায়ী মহলে গণেশ পুজো সুদূর মুম্বাই থেকে এখন পূর্ব বর্ধমানের জামালপুরেও। জামালপুরের গুহ মার্কেটে ব্যবসায়ীদের উদ্যোগে করা হচ্ছে গনেশ পুজো। বুধবার সেই পুজোর উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক। গুহ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে মূলত শোভন বসু, বিদ্যুৎ সরকার, তাপস গুহ, উত্তম পাত্র, নরেন দে, কেষ্ট ধারা, জগবন্ধু মুখার্জী, সঞ্জীব বসু, বিশ্বরূপ গুহ এদের উদ্যোগেই হয় এই পুজো।
এবারে এই পুজো ৫ বছরে পা দিলো। মেহেমুদ খাঁন বলেন প্রতিবছরই এই পুজোর উদ্বোধনে তাঁকেই ডাকা হয়। গুহ মার্কেটের ব্যবসায়ীরা খুব নিষ্ঠার সাথেই এই পুজো করে থাকেন।
তিনি ব্যবসায়ীদের ধন্যবাদ জানান তাঁকে দিয়ে এই পুজো উদ্বোধন করিয়ে সম্প্রীতির বার্তা দেওয়া জন্য। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বার বারই বলেন ধর্ম যার যার উৎসব সবার। উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয় আগামী দুদিন প্রসাদ হিসাবে সকলকে পায়েস ও পোলাও দেওয়া হবে।