Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরেও গণেশ পুজো, উদ্বোধনে সম্প্রীতির বার্তা


 

জামালপুরেও গণেশ পুজো, উদ্বোধনে সম্প্রীতির বার্তা 


Atanu Hazra 
Sangbad Prabhati, 27 August 2025

অতনু হাজরা, জামালপুর : ব্যবসায়ী মহলে গণেশ পুজো সুদূর মুম্বাই থেকে এখন পূর্ব বর্ধমানের জামালপুরেও। জামালপুরের গুহ মার্কেটে ব্যবসায়ীদের উদ্যোগে করা হচ্ছে গনেশ পুজো। বুধবার সেই পুজোর উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক। গুহ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে মূলত শোভন বসু, বিদ্যুৎ সরকার, তাপস গুহ, উত্তম পাত্র, নরেন দে, কেষ্ট ধারা, জগবন্ধু মুখার্জী, সঞ্জীব বসু, বিশ্বরূপ গুহ এদের উদ্যোগেই হয় এই পুজো। 

এবারে এই পুজো ৫ বছরে পা দিলো। মেহেমুদ খাঁন বলেন প্রতিবছরই এই পুজোর উদ্বোধনে তাঁকেই ডাকা হয়। গুহ মার্কেটের ব্যবসায়ীরা খুব নিষ্ঠার সাথেই এই পুজো করে থাকেন। 

তিনি ব্যবসায়ীদের ধন্যবাদ জানান তাঁকে দিয়ে এই পুজো উদ্বোধন করিয়ে সম্প্রীতির বার্তা দেওয়া জন্য। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বার বারই বলেন ধর্ম যার যার উৎসব সবার। উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয় আগামী দুদিন প্রসাদ হিসাবে সকলকে পায়েস ও পোলাও দেওয়া হবে।