Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বাংলা ভাষা ভাষী মানুষদের উপর আক্রমণ, প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস


 

বাংলা ভাষা ভাষী মানুষদের উপর আক্রমণ, প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস 


Atanu Hazra 
Sangbad Prabhati, 28 August 2025

অতনু হাজরা, জামালপুর : বাংলা ভাষা ভাষী মানুষদের উপর আক্রমণ, সিপিএম ও বিজেপির নোংরা চক্রান্তের প্রতিবাদে বৃহস্পতিবার জামালপুর ২ অঞ্চলে তিনটি বুথ গ্রাম কালনা, কাঁশরা ও কালনা বাজার নিয়ে একটি পথসভা করা হয় এলাকার বাসন্তী তলায়। এই পথসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, অঞ্চল সভাপতি তথা প্রধান মিঠু পাল, প্রাক্তন প্রধান সুকুমার সাধুখাঁ সহ অন্যান্য নেতৃত্ব। মেহেমুদ খাঁন প্রথমেই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তাঁদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পাড়ায় সমাধান চালু করেছেন তাতে করে গ্রাম বাংলার মানুষ সরাসরি তাঁদের এলাকার উন্নয়নে অংশ নিতে পারছেন। গোটা দেশে এ এক নজির যে সরাসরি ক্যাম্পে এসে পাড়ার মানুষ তাঁর নিজের এলাকার, নিজের বুথের কী কী উন্নয়নের প্রয়োজন আছে সেটা নথিভুক্ত করাবেন। আর সেই মতোই শুরু হবে কাজ। ভারতের আর কোনো রাজ্যে এই নজির নেই। সেই জন্যই এই সরকার মা মাটি মানুষের সরকার। উন্নয়নে মুখ্যমন্ত্রী কখনও তৃণমূল, সিপিএম, বিজেপি দেখেন না। তিনি সবার মুখ্যমন্ত্রী। কোনো ভাবেই তৃণমূলকে পরাস্ত না করতে পেরে রাম বাম একজোট হয়েছে। 

মেহেমুদ খান আরও বলেন, পশ্চিমবঙ্গের বাইরে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই তাঁদের উপর নেমে আসছে আক্রমণ। বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। দলনেত্রী এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং এরই প্রতিবাদে নানা কর্মসূচী নিচ্ছেন। তারই একটি অংশ হিসাবে আজ এই প্রতিবাদ। তিনি সকলকে মনে করিয়ে দেন পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের টাকা বিজেপি সরকার জোর করে আটকে রেখেছে। সেই টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের তহবিল থেকে দিয়েছেন। তিনি সিপিএম এবং বিজেপিকে ধিক্কার জানান। রাজ্যের বাইরে বাংলা ভাষা ও বাঙালি আক্রান্ত হলে যারা চুপ করে থাকে তারা আবার এই সরকারের সমালোচনা করছে ! আগামী বিধানসভা নির্বাচনে মানুষ এর উত্তর ওদের দেবে বলে তিনি জানান।