Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বেহাল রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ বিজেপির


 

বেহাল রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ বিজেপির


Atanu Hazra 
Sangbad Prabhati, 8 August 2025

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের কালারাঘাট থেকে পলেমপুর পর্যন্ত যাবার রাস্তার বেহাল হয়ে পড়েছে। রাস্তা এতটাই খারাপ অবস্থা যে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সারা দিন প্রচুর মানুষ সাইকেল, মোটর সাইকেল, ট্রেকার, অটো, টোটো, প্রাইভেট গাড়ি যাতায়াত করে। পুরো রাস্তা পিচ পাথর উঠে গিয়ে বড় বড় গর্ত হয়ে গেছে। এর সাথে এক নাগাড়ে বৃষ্টি হওয়ায় সেই গর্তে জল জমে যাওয়ায় দুর্ঘটনার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। আর এই পরিস্থিতিতে জামালপুরের বিজেপির পক্ষ থেকে কালারাঘাটে পঞ্চায়েত সমিতির সভাপতি বাড়ির কাছে জল জমা রাস্তায় প্রতীকী প্রতিবাদে ধান রুইলেন সবাই। এই প্রতিবাদ কর্মসূচীতে উপস্থিত ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলা সভানেত্রী স্মৃতিকণা বসু, সাধারণ সম্পাদক মানিক রায়, জিতেন ডকাল, রামকৃষ্ণ চক্রবর্তী ও যাঁর নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচী সেই জামালপুর ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল সহ অন্যান্যরা। স্মৃতিকণা দেবী বলেন রাজ্যের এই সরকার সব দিক থেকেই ব্যর্থ, স্বাস্থ্য, শিক্ষা, নারী সুরক্ষা আবার রাস্তা ঘাট সবই আজ প্রশ্নের মুখে। জামালপুরে এই বেহাল রাস্তায় তাঁরা ধান রুইলেন। আগামীতে এই রাস্তা ঠিক না হলে আরো বড় আন্দোলনে যাবেন তাঁরা।

 জামালপুর ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল বলেন তাঁরা শান্তি পূর্ন আন্দোলনে বিশ্বাসী সেই লক্ষ্যেই তাঁরা আজ মিছিল করে কালারাঘাটের দিকে যাচ্ছিলেন পথে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয়। তিনি বলেন এলাকার প্রচুর মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। বর্ষায় এই রাস্তা অত্যন্ত বিপদজনক হয়ে যায়। দ্রুত এই রাস্তা না সারালে তাঁরা আরো বড় আন্দোলনে যাবেন। পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন বলেন ওই রাস্তাটি এস আর ডি এর রাস্তা। তাঁরা যথা জায়গায় বার বার জানিয়েছেন । পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কিছু কাজ করানো হয়েছিল। জেলা থেকে রাস্তার কাজ শুরু হবে বলে তিনি জানান। এর সঙ্গে আরো বলেন জামালপুরে মা মাটির সরকারের উন্নয়নের জেরে পথশ্রী প্রকল্পে প্রচুর রাস্তা হয়েছে। সে সব খবর মনে হয় বিজেপি রাখে না। আসলে ওদের তো কোনো জনসংযোগই নেই।