পাড়ায় সমাধান ক্যাম্পে এলাকার উন্নয়নে এগিয়ে আসছেন মানুষজন
Sangbad Prabhati, 25 August 2025
অতনু হাজরা, জামালপুর : আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প সোমবার অনুষ্ঠিত হয় জামালপুর ব্লকের আবুইঝাটি ২ ও জোতশ্রীরাম অঞ্চলের মুক্তকেশী উচ্চ বিদ্যালয় ও জোতদক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ে।
এদিন ক্যাম্প পরিদর্শন করতে সেখানে উপস্থিত হন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক,ভারপ্রাপ্ত বিডিও রাহুল বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, দুই প্রধান আরিফা বেগম ও ঝর্না দাস, উপ প্রধান শ্যামল চ্যাটার্জী, ছিলেন দুই অঞ্চল সভাপতি রমেন্দ্রনাথ কোনার ও তপন দে সহ তাবারক আলি মন্ডল এবং অন্যান্যরা।
ক্যাম্পে আসা মানুষ জনের সাথে তাঁরা প্রত্যেকেই কথা বলেন এখনো যাঁরা বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা পাননি তাঁদের নির্দিষ্ট জায়গায় গিয়ে আবেদন করতে সাহায্য করেন। মেহেমুদ খাঁন বলেন সাধারণ মানুষের জন্য এ এক অনন্য ব্যবস্থা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
পাড়ার মানুষ এগিয়ে এসে তাঁদের বুথে কী আর উন্নয়নের প্রয়োজন আছে তাঁরা নিজেরাই জানাচ্ছেন। সরকারি আধিকারিকরা সেগুলো নথিবদ্ধ করছেন এবং বুথ পিছু যে ১০ লক্ষ করে টাকা দেওয়া হবে সেই টাকা দিয়েই প্রয়োজন অনুযায়ী কাজ করা হবে। বিধায়ক বলেন মুখ্যমন্ত্রী যা করেন সেটাই যুগান্তকারী হয়ে যায়। আগামী দিনে বাংলার দেখানো পথেই অন্যান্য রাজ্য হাঁটবে।
পাড়ায় সমাধান এর মাধ্যমে সাধারণ মানুষরা সরাসরি সরকারী আধকারিকদের কাছে তাঁদের দাবি দাওয়া জানাচ্ছেন। এবং তাঁদের দাবি অনুযায়ীই উন্নয়নের কাজ করা হবে।