বাইশে শ্রাবণে কবিগুরু স্মরণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
Sangbad Prabhati, 8 August 2025
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কথায় কবিতায় গানে কবিগুরুকে স্মরণ করলেন বর্ধমানের শিল্পীরা। ২২ শে শ্রাবণ বিকালে কবিগুরু স্মরণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট মাইনোরিটি হলে আয়োজিত অনুষ্ঠানের সূচনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন উজ্জ্বল প্রামানিক, জেলা পরিষদের মেন্টর মহঃ ইসমাইল, জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শঙ্কর মন্ডল সহ অন্যান্যরা।
কবি গুরুর তিরোধান দিবসের এই অনুষ্ঠানে শহর বর্ধমানের ছোট থেকে বড় এক ঝাঁক শিল্পী উপস্থিত ছিলেন।