ভেঙে পড়ল মাটির বাড়ি, মৃত্যু দম্পতির
Sangbad Prabhati, 5 August 2025
অতনু হাজরা, জামালপুর : কয়েকদিনের প্রাকৃতিক দূর্যোগ ও টানা বৃষ্টিতে মাটির বাড়ি গুলির অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল। মাটির বাড়ি নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমীক্ষাও করা হয়েছে। পূর্ব বর্ধমানের জামালপুরে মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু হল এক দম্পতির। ঘটনাটি ঘটেছে জামালপুরের মাঠনসিপুর গ্রামে। এলাকাবাসীদের কাছ থেকে যা জানা যায়, আনুমানিক ভোর সাড়ে চারটে নাগাদ এই মাটির বাড়িটি ভেঙে পড়ে। বিগত কয়েকটা দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছিল। তাতেই ক্ষতিগ্রস্ত হয় এই মাটির বাড়িটি। ইউনুস মল্লিক ও রিজিয়া বেগম সোমবার রাত্রে যখন ঘুমন্ত অবস্থায় ছিল তখনই এই মাটির বাড়িটি ভেঙে পড়ে। বিকট আওয়াজে প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়। তারা দেখতে পায় এ মাটির বাড়িটি ভেঙে পড়েছে।
গ্রামের মসজিদ থেকে মাইকের মাধ্যমে বিষয়টি জানাতেই সকলে এসে উদ্ধার কাজে হাত লাগায়। নিয়ে আসা হয় জে সি বি। খবর দেওয়া হয় জামালপুর থানায়। জামালপুর থানার পুলিশ এলাকায় পৌঁছায় এবং জেসিবি মেশিন দিয়ে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে উদ্ধার কার্য শুরু করে। প্রায় পাঁচটা ১৫ নাগাদ উদ্ধার করা হয়। তারপরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকরা ওই দম্পতিকে মৃত বলে ঘোষণা করে। তাঁদের দেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় প্রশাসনের আধিকারিকরা এসেছেন।
উপস্থিত হয়েছেন বিডিও রাহুল বিশ্বাস, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপা সিন্ধু ঘোষ, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভূতনাথ মালিক, তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, সাহাবুদ্দিন শেখ সহ অন্যান্য নেতৃত্ব। মেহেমুদ খাঁন বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্য জনক ঘটনা। এই দম্পতির ভালো পাকাবাড়ি থাকলেও শুধু পুরানো বাড়ির মায়া না ছাড়তে পাড়ায় তাঁরা এই বাড়িতেই থাকতেন। কয়েকদিনের বৃষ্টিতে বাড়িটি গতকাল ভেঙে পড়লে দুজন মারা যান। খবর পেয়েই গ্রামবাসীরা দ্রুত উদ্ধারে নামেন। পুলিশ প্রশাসন এসে পৌঁছায় এবং বিডিও সহ তাঁরাও এসেছেন । তিন আরো বলেন তাঁরা জেলা পর্যায়ে রিপোর্ট করেছেন। এবং সকলেই এই পরিবারের পাশে আছেন। বিডিও রাহুল বিশ্বাস বলেন, একটি দুর্ঘটনা ঘটে গেছে তাঁরা খবর পেয়েই সকলে এসে পৌঁছেছেন। তিনি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। ব্লক প্রশাসন পরিবারটির পাশে আছে। এই আকস্মিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।