রায়নায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ত্রাণ নিয়ে দুর্গতদের পাশে মন্ত্রী অরূপ বিশ্বাস
Sangbad Prabhati, 3 August 2025
অতনু হাজরা পূর্ব বর্ধমান : জেলার রায়না ২ অঞ্চলের আদমপুর ও কামারগোর গ্রামে বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে এলেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। রবিবার তাঁকে মসাগ্রামে আঝাপুর হাইরোড চৌমাথায় স্বাগত জানান তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খাঁন। জামালপুর দিয়ে রায়না যাবার পথে জায়গায় জায়গায় তৃণমূল কর্মী সমর্থকরা মমতা ব্যানার্জী ও অরূপ বিশ্বাসের নামে জয়ধ্বনি দিতে থাকে। আদমপুর পৌঁছে তিনি ত্রাণ শিবির পরিদর্শন করেন ও ত্রাণশিবিরে থাকা মানুষদের নিজের হাতে খাবার পরিবেশন করেন।
মন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, তৃণমূলের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, জেলা শাসক আয়েশা রাণী এ, জেলার পুলিশ সুপার সায়ক দাস, এস ডি ও বুদ্ধদেব পান, এস ডি পি ও অভিষেক মন্ডল, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, রায়নার বিধায়িকা শম্পা ধাড়া, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের রায়না ২ ব্লক সভাপতি কলিমুদ্দিন শেখ, রায়না ১ এর ব্লক সভাপতি বামদেব মন্ডল, জামালপুরের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন সহ অন্যান্যরা। মন্ত্রী অরূপ বিশ্বাস দুর্গত মানুষদের হাতে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেন।
তিনি বলেন যেভাবে ডিভিসি রাজ্যের সঙ্গে কোনরকম আলোচনা ছাড়াই জল ছেড়ে এই সমস্ত মানুষদের ঘর ছাড়া করে ত্রাণ শিবিরে নিয়ে এসেছে এরাই একদিন বিজেপিকে এই রাজ্য ছাড়া করবে। তিনি নিজের হাতে ওই এলাকার কৃষকদের হাতে শস্য বিমার ফর্ম তুলে দেন। এলাকা জলমগ্ন হওয়ার পরই সেখানে পৌঁছে যায় জেলা ও ব্লক প্রশাসন।
জেলা শাসক নিজে সেখানে যান। এলাকার মানুষের সাথে কথা বললে তাঁরা বলেন ত্রাণ শিবিরে তাঁদের খাওয়া দাওয়া বা অন্য কিছুর অসুবিধা হচ্ছে না। সেখানেই একজন সদ্য মাতৃহারা হলে জেলাশাসক নির্দেশ দেন তাঁকে যেনো সমব্যথী প্রকল্পের সাহায্য কালকের মধ্যেই দেওয়া হয়।