Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গ্যাস ব্যবহারে সর্তকতা ও নিরাপত্তা বিষয়ে বিদ্যালয়ে সচেতনতা মূলক অনুষ্ঠান


 

গ্যাস ব্যবহারে সর্তকতা ও নিরাপত্তা বিষয়ে বিদ্যালয়ে সচেতনতা মূলক অনুষ


Sangbad Prabhati, 28 August 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার রান্নার গ্যাস ব্যবহারে সর্তকতা ও নিরাপত্তা বিষয়ে ছাত্র ছাত্রীদের অবহিত করতে এক সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইনডেন গ্যাস কোম্পানির উদ্যোগে গোদা ইনডেন গ্রামীণ গ্যাস বিতরণ সংস্থার সহযোগিতায় এই অনুষ্ঠানে আগুন নির্বাপক যন্ত্র, গ্যাস রেগুলেটর সহ অন্যান্য উপকরণ সহযোগে এল পি জি নিরাপত্তা ও সর্তকতা বিষয়ে আলোচনা করেন সংস্থার পক্ষে প্রসেনজিৎ চক্রবর্তী। প্রধান শিক্ষক সৌমেন কোনার জানান, পুঁথিগত বিদ্যার বাইরে জীবনের কাজে লাগে এমন গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয়ে ছাত্র ছাত্রীদের বিভিন্ন ধরনের বিষয়ে সাধারণ জ্ঞান থাকাটা খুব প্রয়োজন।আপৎকালীন জরুরি অবস্থায় গ্যাস লিক বা আগুন লাগলে কি করা উচিত এই বিষয়ে আজকের অনুষ্ঠানে আলোকপাত করা হয়। ছাত্র ছাত্রীরা খুব উৎসাহের সাথে আজকের আলোচনায় অংশগ্রহণ করে।