আঝাপুরে তৃণমূলের ব্লক সভাপতির প্রণাম ও অভিবাদনে হাত দেখালেন মুখ্যমন্ত্রী, আপ্লুত নেতা ও কর্মীরা-সমর্থকরা
Sangbad Prabhati,26 August 2025
অতনু হাজরা, জামালপুর : বর্ধমানে সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাবেন জাতীয় সড়ক দিয়ে। তাই জামালপুরে আঝাপুরে পাড়ায় সমাধান ক্যাম্পে প্রস্তুতি ছিল তুঙ্গে। যদি একবার মুখ্যমন্ত্রী এখানে আসেন। বর্ধমান যাবার পথে আঝাপুর সংলগ্ন জাতীয় সড়কের ধারে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য দাঁড়িয়ে ছিলেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খাঁন সহ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ প্রচুর সংখ্যায় কর্মী সমর্থকরা।
মুখ্যমন্ত্রীর কনভয় দেখতে পেয়েই সকলে মিলে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনি দিতে থাকেন। জোড় হাত করে মুখ্যমন্ত্রীর উদ্যেশ্যে প্রণাম জানান ব্লক সভাপতি মেহেমুদ খাঁন। কর্মী সমর্থকদের দেখে গাড়ি ধীরে করেন এবং প্রত্যুত্তরে গাড়ির জানালার কাঁচ নামিয়ে মুখ্যমন্ত্রী সকলের উদ্যেশ্যে হাত নাড়েন এবং জোড়হাত করেন। মুখ্যমন্ত্রীর গাড়ি ধীরে হতেই মুহুর্মুহু তাঁর জয়ধ্বনি দিতে থাকেন কর্মী সমর্থকরা।
ব্লক সভাপতি মেহেমুদ খাঁন বলেন তাঁদের আবেগের আর এক নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে একটু দেখার জন্য যদি সারা দিন দাঁড়িয়ে থাকতে হয় তাতেও কোনো অসুবিধা নেই তাঁদের। তিনি বলেন মুখ্যমন্ত্রী গাড়ি ধীরে করায় তাঁরা তাঁদের সকলের মা তাঁদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভালো ভাবে দেখতে পেয়েছেন। সবচেয়ে খুশী হয়েছেন তাঁদের দেখে মুখ্যমন্ত্রী হাত নেড়েছেন। এ এক পরম পাওয়া। তাঁকে সামনের বিধানসভা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন জামালপুরে কোনো ব্যাপার কিছু নেই। দল যাকে প্রার্থী করবে বিপুল ভোটে তাঁকে জিতিয়ে এই আসনটি তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবেন।