পাড়ায় সমাধান : প্রথম দিনেই মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো
Sangbad Prabhati, 2 August 2025
অতনু হাজরা, পূর্ব বর্ধমান : বাংলা জুড়ে আজ থেকে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান। প্রশাসন ও জনপ্রতিনিধিরা একেবারে পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছেন। সেখানে তাঁরা সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছেন। প্রতিটি মানুষ সরকারী পরিষেবা সঠিক ভাবে পাচ্ছে কিনা দেখছেন এবং সাথে সাথে সমাধান করার চেষ্টা করছেন। পূর্ব বর্ধমানে বিভিন্ন ব্লকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হয়েছে। বর্ধমান ১ ব্লকের সরাইটিকর, বর্ধমান ২ ব্লকের বৈকুণ্ঠপুর ১ অঞ্চলে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক সহ প্রশাসনের কর্তাব্যক্তিরা ক্যাম্প পরিদর্শন করেছেন।
পূর্বস্থলী ১ নং ব্লকের শ্রীরামপুর অঞ্চলের ৪৭, ৪৮ ও ৫০ নং বুথ নিয়ে ক্যাম্প শুরু হয়েছে। এখানে ব্লক প্রশাসনের সঙ্গে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ উপস্থিত থেকে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন। সমাধানের ব্যবস্থা করেন।
অন্যদিকে জামালপুরেও শুরু হয়েছে পাড়ায় সমাধান কর্মসূচী। জামালপুর ১ পঞ্চায়েতের বত্রিশবিঘা প্রাথমিক বিদ্যালয় ও জামালপুর ২ পঞ্চায়েতের কালনা কাঁশরা নিম্ন বুনিয়াদি স্কুলে পাড়ার সমাধানের ক্যাম্প করা হলো। বত্রিশবিঘা প্রাথমিক বিদ্যালয়ে মডেল পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শন করেন দুই জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ ও রুদ্রেন্দু নন্দী, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, পঞ্চায়েত প্রধান ডলি নন্দী, উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ অন্যান্যরা। অপরদিকে জামালপুর ২ পঞ্চায়েতের পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শন করেন অতিরিক্ত জেলা শাসক (এল আর) বিশ্বরঞ্জন মুখার্জী,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও রাহুল বিশ্বাস, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, দুই জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ ও রুদ্রেন্দু নন্দী,পঞ্চায়েত প্রধান মিঠু পাল সহ অন্যান্যরা।
পরবর্তীতে এলাকার বিধায়ক অলক কুমার মাঝি ক্যাম্প গুলি পরিদর্শন করে দেখে মানুষের সাথে কথা বলেন। আধিকারিকরা এলকার মানুষের সাথে কথা বলেন। এখনো পর্যন্ত যাঁরা সরকারী বিভিন্ন প্রকল্পের সুবিধার বাইরে আছেন তাঁদের এই ক্যাম্পের মাধ্যমে দ্রুত সেই সুবিধা পাওয়ার ব্যবস্থা করেন।
মেহেমুদ খাঁন বলেন, সারা দেশের মধ্যে নজির সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের এই মা মাটি মানুষের সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্প সাধারণ মানুষের জন্য চালু করেছেন সেই সুবিধা পেতে যাতে একজনও না বাদ থাকে তাই পুরো প্রশাসন চলে আসছে পাড়ায় পাড়ায়। তাঁদের নেত্রী তাঁদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আজ সাধারণ মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে কী কী সমস্যা তাঁদের আছে? আর কী কী তাঁদের প্রয়োজন সেই অনুযায়ী কাজ হবে। এটা একমাত্র পশ্চিমবঙ্গেই সম্ভব। বিধায়ক অলক কুমার মাঝি বলেন, মমতা ব্যানার্জী এমন এক মুখ্যমন্ত্রী যিনি গোটা দেশের কাছে এক আদর্শ। আজ প্রশাসনকে পাড়ায় এনে দেখিয়ে দিয়েছেন। বিডিও রাহুল বিশ্বাস জানান আজকের যে দুটি ক্যাম্প করা হয়েছিল সেখানে বেশিরভাগ ক্ষেত্রে রাস্তা, ড্রেন , স্ট্রিট লাইট, কিছু কিছু ক্ষেত্রে অঙ্গণওয়ারি কেন্দ্র এই দাবি গুলি উঠে এসেছে। এগুলো সব খতিয়ে দেখে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
সামনের ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এই পাড়ায় সমাধান প্রকল্প তৃণমূলকে যথেষ্ট অক্সিজেন যোগাবে বলেই ওয়াকিবহাল মহল মনে করছে।