Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পর্যালোচনা সভা


 

জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পর্যালোচনা সভা 

 

Atanu Hazra 
Sangbad Prabhati, 19 August 2025

অতনু হাজরা, মশাগ্রাম : পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের রিভিউ মিটিং অনুষ্ঠিত হলো জামালপুরের মসাগ্রামের ওয়ান নাইট লজে। উপস্থিত ছিলেন ডি পি এস সি'র চেয়ারম্যান তথা মেমারীর বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) প্রলয়েন্দু ভৌমিক, জামালপুরের ভারপ্রাপ্ত বিডিও রাহুল বিশ্বাস, এ আই প্রিয়ব্রত মুখার্জী, সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে আনন্দময়ী চ্যাটার্জী, মিড ডে মিল বিভাগের পক্ষ থেকে জ্যোতির্ময় বাবু, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, দুই চক্রের এস আই অনিন্দিতা সাহা ও প্রশান্ত কবিরাজ, শিক্ষক সৌমেন ভট্টাচার্য্য ও আব্দুল রহমান সহ অন্যান্যরা। ডি আই প্রলয়েন্দু বাবু জানান প্রতিটি ব্লকেই এই রকম রিভিউ মিটিং চলছে। মূলত সারা বছরের কী কী কাজ করতে হবে, পরীক্ষা পদ্ধতি, হলিস্টিক রিপোর্ট কার্ড সহ নানা বিষয় নিয়ে আজ আলোচনা হয় বলে তিনি জানান। 

মেহেমুদ খান সকল শিক্ষক শিক্ষিকাকে যথাযোগ্য সম্মান জানিয়ে বলেন শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর। তিনি সকল শিক্ষকদের অনুরোধ করেন মুখ্যমন্ত্রীর অন্যতম একটি শ্রেষ্ঠ প্রকল্প পাড়ায় সমাধান চলছে সেখানে বুথ পিছু ১০ লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে। যদি কোনো স্কুলের কোনো ছোট খাটো কাজ থাকে তাঁরা যেনো পঞ্চায়েতের সাথে যোগাযোগ করেন। দুই সার্কেল মিলিয়ে শতাধিক প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এই রিভিউ মিটিংয়ে অংশ নেন।