Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমান ছন্দম এর ৩৪ বছর পূর্তিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা


 

বর্ধমান ছন্দম এর ৩৪ বছর পূর্তিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা


Sangbad Prabhati, 17 August 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দীর্ঘ ৩৪ বছর অতিক্রম করল বর্ধমান ছন্দম । সেই উপলক্ষে প্রতি বারের মতো এবারও বর্ষ পূর্তিতে তারা আয়োজন করেছিল সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতা। 

এবার এটি অনুষ্ঠিত হয় বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি জেলা ও কলকাতার শতাধিক ছাত্র ছাত্রী নৃত্য ও বসে আঁকো প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেনী পর্যন্ত ছাত্র ছাত্রীরা এবার অংশ গ্রহণ করে। 

বিচারক হিসেবে উপস্থিত ছিল বিশ্বভারতী ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে গুণী শিল্পীরা। ঐন্দ্রিলা দাস, অঞ্চল পাল, তপন দাস, মৌসুমী চ্যাটার্জী, কুশল বণিক প্রমুখ। বিজয়ীদের 'মধুছন্দা' ও 'সত্যনারায়ণ চৌধূরী স্মৃতি পুরস্কার' প্রদান করা হয়।

 প্রধান উপদেষ্টা অলকানন্দা সরকার বিদেশ থেকে শুভেচ্ছা পাঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউনিসিপ্যাল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণাভ চক্রবর্তী ও প্রাথমিক বিভাগের স্বরুপ হোড়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে ইন্না রুকাইয়া, সৃজন, সৌমিত এবং বর্ধমান ছন্দম এর অধ্যক্ষ ডাঃ মেহবুব হাসান।