Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমানে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের হাতে চেক প্রদান


 

বর্ধমানে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের হাতে চেক প্রদান 


Sangbad Prabhati, 16 August 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমানের নবাবহাট এলাকায় স্বাধীনতা দিবসের সকালে যে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে, সেই পরিপ্রেক্ষিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা করেছিলেন মৃত পরিবারকে ২ লক্ষ টাকা, গুরুতর আহত পরিবারকে ১ লক্ষ টাকা করে ও যারা অল্পবিস্তর আহত হয়েছেন তাদের ৫০ হাজার করে টাকা দেওয়া হবে। 

এই ঘোষনার পরেই আজ জেলা প্রশাসন দ্রুত বর্ধমান হাসপাতালে গিয়ে মৃত ৪ জনের পরিবারের হাতে ২ লক্ষ, আহত ৬ জনের পরিবারের হতে ১ লক্ষ করে ও ১৬ জনের পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এছাড়া আরো সাত জন পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক দ্রুত তুলে দেওয়া হবে। 

এদিন চেক প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী এ, পুলিশ সুপার সায়ক দাস, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অমিয় কুমার দাস, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডাঃ তাপস ঘোষ সহ জেলার অন্যান্য আধিকারিকরা।