Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুর জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৭৯ তম স্বাধীনতা দিবস


 

জামালপুর জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৭৯ তম স্বাধীনতা দিবস


Atanu Hazra 
Sangbad Prabhati, 15 August 2025

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৭৯ তম স্বাধীনতা দিবস। বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলিত হয়। জামালপুর ব্লক অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও রাহুল বিশ্বাস।

জামালপুর থানায় যথাযোগ্য মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ। সেখানে তিনি কুচকাওয়াজে অংশ নেন। 

জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক অলক কুমার মাঝি ও ব্লক সভাপতি মেহেমুদ খাঁন। ছিলেন কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ অন্যান্যরা। মেহেমুদ খাঁন বলেন ১৩ টি অঞ্চলেই অঞ্চল পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বেরুগ্রাম আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠ এ ৭৯ তম স্বাধীনতা দিবস মহাসমারোহে পালন করা হয়। প্রভাত ফেরীর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ মালিক। 

 বক্তব্য রাখেন শিক্ষক নূর আলী, বিপ্লব ঘোষ সহ অন্যান্যরা। পরে শিক্ষিকা সোমা হালদারের সহযোগিতায় একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। যেখানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা গান, নাচ, আবৃত্তি পরিবেশন করে। 

বেরুগ্রামের একটি স্বেচ্ছা সেবী সংস্থা যার নাম সংগঠন। সারা বছর বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে মানুষের পাশে থাকে। আজকের এই দিনে তারা একটি পত্রিকা প্রকাশ করে যার নাম 'সাংগঠনিক '। সেখানে এলাকার ও এলাকার বাইরে অনেক গুণী লেখক কবি তাঁদের লেখা দেন। 

এছাড়াও এলাকার বিদ্যালয় গুলির মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দেয়। বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করে তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কবি সন্দীপ রায়(নীল)।  

কালারাঘাট আলু ব্যবসায়ী সমিতি আজ স্বাধীনতা দিবসে তিরুপতি হিমঘর প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরের আয়োজন করে। এরই সাথে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। 

সমিতির সভাপতি আব্দুস সালাম ও সম্পাদক অখিল ঘোষ জানান আজ প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেন এবং সংগৃহীত রক্ত বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়। 

বত্রিশ বিঘা সংগঠনী সংঘ আজকের এই দিনে স্থানীয় চারটি বিদ্যালয়কে নিয়ে চারদলীয় সম্প্রীতি ও সংহতি কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। বেরুগ্রাম এ জি সি বি বিদ্যাপীঠ, বনবিবিতলা হাই স্কুল, সেলিমাবাদ হাই স্কুল ও গুড়েঘর হাই স্কুল এই চারটি বিদ্যালয় অংশগ্রহণ করেন। ফাইনালে মুখোমুখি হয় বেরুগ্রাম হাই স্কুল ও গুড়েঘর হাই স্কুল। ফাইনালে ১ - ০ গোলে জয়লাভ করে গুড়েঘর হাই স্কুল।

 সংগঠনী সংঘ প্রতিটি হারা দলের বেস্ট প্লেয়ারদের দিয়ে মাঠে বৃক্ষ রোপণ করানো হয়। বিজয়ী ও বিজিত দলের হাতে সুন্দর দুটি ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়াও ব্যক্তিগত অনেক পুরস্কারও দেওয়া হয়। ক্লাবের সভাপতি ও সম্পাদক সাহিরুল আলম মন্ডল জানান, যে আজকে যে সারা দেশ জুড়ে যে সাম্প্রদায়িক হানাহানি চলছে, সম্প্রীতির পরিবেশ নষ্ট হচ্ছে সেই সম্প্রীতির পরিবেশ বজায় রাখতেই তাঁদের এই প্রয়াস বলে তাঁরা জানান। খেলাটি সুন্দর ভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা করেন সুরমান আলী মল্লিক।