মহাসমারোহে কন্যাশ্রী দিবস উদযাপন, রাজ্যে দ্বিতীয় পূর্ব বর্ধমান জেলাকে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী
Sangbad Prabhati, 14 August 2025
অতনু হাজরা, বর্ধমান : রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলাতেও মহাসমারোহে পালিত হলো দ্বাদশতম কন্যাশ্রী দিবস। জেলা শাসক আয়েশা রাণী এ - এর উদ্যোগে সংস্কৃতি লোকমঞ্চে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। দুটি পর্যায়ে ভাগ করে অনুষ্ঠানটি আয়োজিত হয়। প্রথম পর্যায়ে রাজ্যের অনুষ্ঠানটি জায়ান্ট স্ক্রিনে সকলকে দেখানোর ব্যবস্থা করা হয়। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে। যার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কন্যাশ্রী প্রকল্পে কাজের স্বীকৃতিতে রাজ্যের দ্বিতীয় পুরস্কার পূর্ব বর্ধমান জেলাকে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর হাত থেকে সেই পুরস্কার গ্রহণ করেন অতিরিক্ত জেলা শাসক (শিক্ষা) প্রতীক সিং।
জেলার দুই কৃতি কন্যাশ্রী কন্যাও পুরস্কৃত হয়। রাজ্যের মধ্যে প্রথম হয়েছে বাঁকুড়া জেলা, তৃতীয় হয়েছে পশ্চিম বর্ধমান জেলা। জেলার প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
দ্বিতীয় পর্বে জেলার মূল অনুষ্ঠানটি সংস্কৃতি লোকমঞ্চে শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ ও প্রদীপ মজুমদার। রাজ্যের বর্ষিয়ান বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলার অভিভাবক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, বর্ধমান পূর্বের সাংসদ ডাঃ শর্মিলা সরকার,
জেলা শাসক আয়েশা রাণী এ, পুলিশ সুপার সায়ক দাস, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) প্রসেনজিৎ দাস, জেলা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের আধিকারিক কৃষ্ণেন্দু কুমার মন্ডল, জেলা বিদ্যালয় পরিদর্শক দেবব্রত পাল, জেলা পরিষদের মেন্টর মহঃ ইসমাইল, অধ্যক্ষ অপার্থিব ইসলাম সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা ও জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে জেলার কিছু কৃতী কন্যাশ্রীদের যাঁরা বিভিন্ন ক্ষেত্রে সফলতা পেয়েছে তাদের সম্বর্ধিত করা হয়।
প্রতিটি ব্লকের প্রতিটি সার্কেল থেকে একটি করে স্কুলের কন্যাশ্রী ক্লাবকে পুরস্কৃত করা হয়। কন্যাশ্রী প্রকল্পে সফল প্রয়োগে জেলার তিনটি কলেজকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে প্রথম কালনা কলেজ, দ্বিতীয় কাটোয়া কলেজ এবং তৃতীয় মেমারি কলেজ। কন্যাশ্রী প্রকল্পের কাজের নিরিখে জেলার বিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হয়েছে কাটোয়া ডি ডি সি গার্লস এইচ এস স্কুল, দ্বিতীয় বর্ধমান ১ ব্লকের তালিত গৌরেশ্বর উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় পুরস্কার পায় মেমারি ১ ব্লকের নুদীপুর বি এস বিদ্যা মন্দির।
জেলার তিনজন সেরা কন্যাশ্রী নোডাল টিচারদের বিশেষ ভাবে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য কন্যাশ্রীর সেরা নোডাল টিচার হিসেবে সম্বর্ধিত হন জামালপুর ব্লকের সাদিপুর ডি.এস. স্মৃতি বিদ্যালয়ের সৌমেন্দ্রনাথ পাল। দ্বিতীয় কেতুগ্রাম-২ ব্লকের বিলেশ্বর বিনোদেলাল বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা রাজ্যশ্রী চট্টোপাধ্যায় এবং সেরা তৃতীয় হিসেবে পুরস্কৃত হন বর্ধমান-২ ব্লকের নাতুনমিরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহাদেব দাস। উপস্থিত মন্ত্রী সহ অতিথিরা সকলের হাতে পুরস্কার তুলে দেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের পুরস্কার প্রদানের উদ্যোগ নিশ্চিতভাবেই গ্রাম বাংলার স্কুলগুলোকে উৎসাহ যোগাবে এবং সরকারের যে লক্ষ সেই লক্ষ পূরণে সাহায্য করবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিক্ষা আধিকারিক ড. পৌষালী চক্রবর্তী।