অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রাজ্য সরকারের কৃষি দপ্তর
Sangbad Prabhati, 13 August 2025
অতনু হাজরা, জামালপুর : জামালপুরে বিগত কয়েকদিনের অতিবৃষ্টিতে ধান চাষে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ালো রাজ্য সরকারের কৃষি দপ্তর। ১৫১ জন ক্ষতিগ্রস্ত চাষীর হাতে নতুন করে রোপণ করার জন্য তুলে দেওয়া হলো ধানের চারা। কয়েক দিনের অতিবৃষ্টিতে পূর্ব বর্ধমানের বিভিন্ন ব্লকে ধান চাষীরা ক্ষতিগ্রস্ত হন। কারণ তাঁদের রোপণ করা ধান জলের তলায় চলে গিয়ে পচে নষ্ট হয়ে যায়। জেলাশাসক আই এ এস আয়েশা রাণী এ উদ্যোগী হন। আর তারপরেই বিভিন্ন ব্লক থেকে সংগ্রহ করা হয় অতিরিক্ত ধানের চারা। পৌঁছে দেওয়া হয় ক্ষতিগ্রস্ত ব্লক গুলির কৃষকদের হাতে।
জামালপুরে আজ কালেরা, সেলিমাবাদ, সজিপুর, পাঁচড়া, আবুইঝাটি প্রভৃতি গ্রামে ব্লক কৃষি দপ্তরের গাড়ি পৌঁছায় ধানের চারা নিয়ে। ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে ধানের চারা গাছ তুলে দেন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও রাহুল বিশ্বাস, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, ব্লক কৃষি আধিকারিক সঞ্জিবুল ইসলাম, মিঠু পাল, রমজান শী সহ অন্যান্যরা। মেহেমুদ খাঁন বলেন, পশ্চিমবঙ্গ সরকার কতটা মানবিক কতটা জনদরদী তারই প্রমাণ এটা। চাষীরা আমাদের অন্নদাতা। তাই তাঁরা বেঁচে থাকলে সকলে বেঁচে থাকবে।
এই ভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে ধানের চারা তুলে দেবার জন্য তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। তিনি বিশেষ ভাবে ধন্যবাদ জানান জেলা শাসককে। অলক মাঝি বলেন এই জন্যই পশ্চিমবঙ্গ সরকার সবার থেকে আলাদা। ধানের চারা দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি রাজ্যসরকার কে ধন্যবাদ জানান।