Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, শিশুর অধিকার ও পকসো আইন সংক্রান্ত প্রশিক্ষণ শিবির


 

বিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, শিশুর অধিকার ও পকসো আইন সংক্রান্ত প্রশিক্ষণ শিবির


Sangbad Prabhati, 12 August 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, শিশুর অধিকার ও পকসো আইন সংক্রান্ত একদিনের একটি প্রশিক্ষণ শিবির আয়োজিত হয় বর্ধমানে। এই প্রশিক্ষণ শিবিরে জেলার জুনিয়র হাইস্কুল, হাইস্কুল ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের নোডাল টিচারদের নিয়ে ' শিবিরে ৮৫০ জন শিক্ষক-শিক্ষিকা ও ৫০ জন অবর বিদ্যালয় পরিদর্শক ও সহকারী বিদ্যালয় পরিদর্শক প্রশিক্ষণ দেওয়া হয়। ১২ আগস্ট বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। 

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস, জেলা শাসক আয়েশা রাণী এ, অতিরিক্ত জেলা শাসক (শিক্ষা) প্রতীক সিং, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) প্রসেনজিৎ দাস, বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সপ্তর্ষি অধিকারী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের প্রধান প্রফেসর খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সেক্রেটারি সুতপা মল্লিক, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, জেলা সমগ্র শিক্ষা মিশনের প্রকল্প আধিকারিক ড. পৌষালী চক্রবর্তী, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) দেবব্রত পাল, জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) প্রলয়েন্দু ভৌমিক প্রমূখ।

শিবিরে ছাত্রছাত্রীদের মানসিক নানা সমস্যা ও তার প্রতিকার, শিশুদের অধিকার ও পকসো আইনের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস, বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সাইক্রিয়াটিস্ট ডাঃ আসাদুর রহমান।