পাড়ায় সমাধানে রাস্তা, ড্রেন, পানীয় জল, স্ট্রিট লাইট এর দাবি
Sangbad Prabhati, 11 August 2025
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে সোমবার জারোগ্রাম ও জামালপুর ২ অঞ্চলে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প আয়োজিত হয়। এই ক্যাম্প পরিদর্শন করতে সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও রাহুল বিশ্বাস, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, জেলা পরিষদ সদস্যা শোভা দে, দুই অঞ্চলের প্রধান মিঠু পাল ও নূরজাহান বিবি সাহানা, উপ প্রধান বীরেন্দ্রনাথ শী, জারোগ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক আলাউদ্দিন শেখ সহ অন্যান্যরা।
সেখানে গিয়ে তাঁরা সাধারণ মানুষের কাছে তাঁদের সমস্যার কথা শোনেন এবং বলেনসেই সমস্যার দ্রুত সমাধানের জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী এই কর্মসূচী নিয়েছেন।
নিজের পাড়ার সমস্যা নিজেরাই সমাধান করবেন সাধারণ মানুষ। মূলত দেখা যাচ্ছে রাস্তা, ড্রেন, পানীয় জল, স্ট্রিট লাইট এগুলোই মানুষ দাবী জানাচ্ছেন।