Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বাল্য বিবাহ ও সাইবার ক্রাইম নিয়ে অমরপুর গার্লস হাই স্কুলে সচেতনতা বিষয়ক আলোচনা


 

বাল্য বিবাহ ও সাইবার ক্রাইম নিয়ে অমরপুর গার্লস হাই স্কুলে সচেতনতা বিষয়ক আলোচনা 


Atanu Hazra 
Sangbad Prabhati, 1 August 2025

অতনু হাজরা, জামালপুর, ১ আগস্ট : জামালপুরে অমরপুর গার্লস হাই স্কুলে ছাত্রীদের সচেতন করার জন্য জামালপুর থানার পক্ষ থেকে বাল্য বিবাহ ও সাইবার ক্রাইম নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশের এ এস আই অভিজিৎ গুপ্ত ও কনস্টেবল শুভেন্দু গায়েন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহুয়া সাঁই, কন্যাশ্রী নোডাল টিচার আল্পনা মুর্মু, মধুমিতা সরকার, বনশ্রী দাস, বকুল দাস সহ অন্যান্য শিক্ষিকারা। প্রধান শিক্ষিকা বলেন তাঁরা নিয়মিত বিদ্যালয় ছুট ছাত্রীদের বাড়ি বাড়ি যাচ্ছেন, বাল্য বিবাহ ও অল্প বয়সে মা হবার কী কী খারাপ দিক, বিদ্যালয়ে আসার উপযোগিতা বোঝাচ্ছেন। অনেকাংশে তাঁরা সফলও হচ্ছেন। অনেককেই তাঁরা বিদ্যালয়ের আঙিনায় ফিরিয়ে আনতে পেরেছেন। 

প্রসঙ্গত জেলাশাসক আয়েশা রাণী এ এই বিষয়গুলির উপর বিশেষ ভাবে জোর দিয়েছেন। তার ফলেই বিডিও এবং দুই এস আই সাহেব বিদ্যালয়গুলোতে নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক ব্লকের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা বাড়ি বাড়ি ভিজিট করছেন এবং অনেক বিদ্যালয় ছুট ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে পেরেছেন। অনেক সময় তাঁদের সঙ্গে এস আই সাহেব ও বিডিও সাহেবও বাড়ি বাড়ি যাচ্ছেন অভিভাবকদের সাথে কথা বলছেন। ব্লকের প্রায় সমস্ত স্কুলই বাল্য বিবাহ নিয়ে নানা সচেতনতা মূলক অনুষ্ঠান করছে।