অরণ্য সপ্তাহে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠান
Sangbad Prabhati, 16 July 2025
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : অরণ্য সপ্তাহ উদযাপনের তৃতীয় দিনে বর্ধমান কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নাচে গানে অনুষ্ঠান বর্ণময় হয়ে ওঠে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক মলয় কুমার দে ও বাসুদেব মন্ডল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন কোনার এর তত্ত্বাবধানে সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেখ সামসুদ্দোহা আলম ও শিক্ষিকা শতাব্দী বিশ্বাস।
১৬ জুলাই ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে গাছের চারা রোপণ করে। সব চেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ছাত্র ছাত্রীদের মায়েরাও এদিনের অনুষ্ঠানে অংশ নেন। প্রত্যেকেই একটি করে বৃক্ষশিশু হাতে নিয়ে অঙ্গীকার করেন বাড়িতে ওই চারা রোপণ করে পরিচর্যার মাধ্যমে বড় করে তুলবেন।
পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক মলয় কুমার দে ও বাসুদেব মন্ডল বক্তব্য রাখতে গিয়ে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং মানব সভ্যতার বিকাশে এর গুরুত্ব তুলে ধরেন।