Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অরণ্য সপ্তাহে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠান


 

অরণ্য সপ্তাহে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠান 


Sangbad Prabhati, 16 July 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : অরণ্য সপ্তাহ উদযাপনের তৃতীয় দিনে বর্ধমান কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নাচে গানে অনুষ্ঠান বর্ণময় হয়ে ওঠে। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক মলয় কুমার দে ও বাসুদেব মন্ডল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন কোনার এর তত্ত্বাবধানে সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেখ সামসুদ্দোহা আলম ও শিক্ষিকা শতাব্দী বিশ্বাস। 

১৬ জুলাই ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে গাছের চারা রোপণ করে। সব চেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ছাত্র ছাত্রীদের মায়েরাও এদিনের অনুষ্ঠানে অংশ নেন। প্রত্যেকেই একটি করে বৃক্ষশিশু হাতে নিয়ে অঙ্গীকার করেন বাড়িতে ওই চারা রোপণ করে পরিচর্যার মাধ্যমে বড় করে তুলবেন।

পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক মলয় কুমার দে ও বাসুদেব মন্ডল বক্তব্য রাখতে গিয়ে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং মানব সভ্যতার বিকাশে এর গুরুত্ব তুলে ধরেন।