বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস
Sangbad Prabhati, 19 July 2025
অতনু হাজরা, জামালপুর : ২১ জুলাই কে সামনে রেখে ও বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের বাংলাদেশী বলে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। জামালপুর পুলমাথা থেকে শুরু হয়ে জামালপুর বাজার হয়ে বাসস্ট্যান্ড ঘুরে জামালপুর ব্রিজের কাছে এসে শেষ হয়।
সেখানে একটি পথসভাও করা হয়। মিছিলে হাজার হাজার কর্মী সমর্থকদের সাথে পা মেলান বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জেলা পরিষদের দুই সদস্যা কল্পনা সাঁতরা ও শোভ দে , শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল সহ সকল শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধান ও উপ প্রধানরা।
মিছিল শেষে পথ সভায় উপস্থিত বক্তারা একুশে জুলাই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আজ যে ভোটার কার্ড নিয়ে সবাই ভোট দিতে যায় সেই নিয়েই লড়াই করেছিলেন তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তখন দাবি তোলেন নো আইডেন্টিটি নো ভোট। এই দাবীতে মিছিলে গুলি চালালে ১৩ জন কর্মী মারা যান। সেই থেকেই ২১ জুলাই পালন হয়ে আসছে। ১১ সালে ক্ষমতায় আসার পর থেকে ধর্মতলায় করা হয় শহীদ তর্পণ। বিধায়ক বলেন ২১ জুলাই দলের কর্মীদের কাছে একটা আবেগ সেদিন দলে দলে কর্মী সমর্থক হাজির হন ধর্মতলায়। তিনি সকল কর্মী সমর্থকদের বলেন সেদিন সকলে ধর্মতলায় উপস্থিত হয়ে দিদির কী বার্তা দেন টা নিজে কানে শোনার কথা বলেন।
ব্লক সভাপতি মেহমুদ খাঁন বলেন ২১ জুলাই জামালপুর ব্লক থেকে হাজার হাজার দলীয় কর্মী সমর্থক হাজির হবে ধর্মতলায়। সেদিন ওই মঞ্চ থেকে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাঁদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন তা তাঁরা অক্ষরে অক্ষরে মেনে চলবেন। এছাড়াও তাঁরা তাঁদের বক্তব্যে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের বাংলাদেশী বলে যে অত্যাচার করা হচ্ছে তাঁর তাঁরা তীব্র বিরোধিতা করেন।