Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

AWBSRU সামাজিক দায়বদ্ধতা পালনে মেডিকেল ও সেলস রিপ্রেজেন্টেটিভদের স্বেচ্ছায় রক্তদান


 

AWBSRU

সামাজিক দায়বদ্ধতা পালনে মেডিকেল ও সেলস রিপ্রেজেন্টেটিভদের স্বেচ্ছায় রক্তদান


Sangbad Prabhati, 17 July 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সামাজিক দায়বদ্ধতা পালনে মেডিকেল ও সেলস রিপ্রেজেন্টেটিভরা স্বেচ্ছায় রক্তদান করলেন। মহতী এই কর্মসূচির আয়োজন করেছিল অল ওয়েষ্ট বেঙ্গল সেলস্ রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন এর বর্ধমান শাখা। ১৭ জুলাই রাধানগর পাড়ায় ইউনিয়নের বর্ধমান রেস্ট হাউসে এই রক্তদান শিবির আয়োজিত হয়। উদ্বোধন করেন AWBSRU লোকাল ইউনিট এর সভাপতি শান্তনু সিনহা , সঙ্গে কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব রাফিউল ইসলাম।

এদিনের রক্তদান শিবিরে প্রথমেই সংগঠনের সদস্য আকাশ সাউ, অভিক দাস, প্রসেনজিৎ , জ্যোতির্ময় হাজরা, সুকন্যা রায় সহ অন্যান্যরা রক্তদান করেন। 

অল ওয়েষ্ট বেঙ্গল সেলস্ রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন এর বর্ধমান শাখার পক্ষ থেকে সোমনাথ বসু জানান, নিজেদের পেশাগত কাজকর্মের মাঝে সংগঠন সামাজিক দায়বদ্ধতাও পালন করে। সেই নিরিখেই এই রক্তদান শিবিরের আয়োজন। 

তিনি বলেন, এই রক্তদান কর্মসূচি সারা রাজ্য জুড়ে চলছে। গত ১ মে শ্রমিক দিবসে রক্তদান কর্মসূচির সূচনা হয়েছে। আগামী ২৭ জুলাই সংগঠনের প্রতিষ্ঠা দিবসে শেষ হবে। এই সময়ে সারা রাজ্য জুড়ে মোট ১২০০ ইউনিট রক্তদান করবেন সংগঠনের সদস্যরা। আজ AWBSRU এর বর্ধমান শাখার সদস্যরা ৩৫ ইউনিট রক্তদান করলেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করেছে।