সরকারি ব্যবস্থাপনায় তিন দিনের কত্থক নৃত্যের কর্মশালা বর্ধমানে
Sangbad Prabhati, 7 July 2025
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের রাজ্য নৃত্য আকাদেমির আয়োজনে ও পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় ৭ জুলাই থেকে শুরু হয়েছে তিনদিনের জেলা স্তরের কত্থক নৃত্যের কর্মশালা।
বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের রাজেন্দ্র ভবনে আয়োজিত এই কর্মশালা চলবে ৯ জুলাই পর্যন্ত। শেষ দিন সমস্ত অংশ গ্রহণকারী ছাত্র ছাত্রীদের শংসাপত্র প্রদান করা হবে। এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন স্বনামধন্য কত্থক নৃত্য শিল্পী অমিতা দত্ত।
এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য নৃত্য একাদেমির সচিব সূর্য ব্যানার্জী ও কর্মশালার প্রশিক্ষক তথা বিশিষ্ট নৃত্যশিল্পী অমিতা দত্ত। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা।
পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শঙ্কর মন্ডল জানান, কর্মশালায় অডিশনের মাধ্যমে ৪৮ জন ছাত্র-ছাত্রীকে বাছাই করা হয়েছে। ছাত্র ছাত্রীদের মান উন্নয়নে এই কর্মশালা। সরকারি ব্যবস্থাপনায় এই কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে খুশি ছাত্র ছাত্রীরা।