Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সরকারি ব্যবস্থাপনায় তিন দিনের কত্থক নৃত্যের কর্মশালা বর্ধমানে


 

সরকারি ব্যবস্থাপনায় তিন দিনের কত্থক নৃত্যের কর্মশালা বর্ধমানে 


Sangbad Prabhati, 7 July 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের রাজ্য নৃত্য আকাদেমির আয়োজনে ও পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় ৭ জুলাই থেকে শুরু হয়েছে তিনদিনের জেলা স্তরের কত্থক নৃত্যের কর্মশালা। 

বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের রাজেন্দ্র ভবনে আয়োজিত এই কর্মশালা চলবে ৯ জুলাই পর্যন্ত। শেষ দিন সমস্ত অংশ গ্রহণকারী ছাত্র ছাত্রীদের শংসাপত্র প্রদান করা হবে। এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন স্বনামধন্য কত্থক নৃত্য শিল্পী অমিতা দত্ত। 

এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য নৃত্য একাদেমির সচিব সূর্য ব্যানার্জী ও কর্মশালার প্রশিক্ষক তথা বিশিষ্ট নৃত্যশিল্পী অমিতা দত্ত। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা।

পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শঙ্কর মন্ডল জানান, কর্মশালায় অডিশনের মাধ্যমে ৪৮ জন ছাত্র-ছাত্রীকে বাছাই করা হয়েছে। ছাত্র ছাত্রীদের মান উন্নয়নে এই কর্মশালা। সরকারি ব্যবস্থাপনায় এই কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে খুশি ছাত্র ছাত্রীরা।