জামালপুর হাসপাতালে বাউন্ডারি ওয়াল ও গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাংসদ
Sangbad Prabhati, 11 July 2025
অতনু হাজরা, জামালপুর : বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ শর্মিলা সরকার তাঁর সাংসদ তহবিল থেকে ২০ লক্ষ টাকা দিচ্ছেন জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে। ওই টাকায় হাসপাতালের বাউন্ডারি ওয়াল ও দুটি গেট তৈরী করা হবে। তারই ভিত্তি প্রস্তর স্থাপন করতে জামালপুরে এলেন সাংসদ ডাঃ শর্মিলা সরকার।
শুক্রবার তিনি হাসপাতাল ঘুরে দেখেন তাঁর সাথে ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ শঙ্খ শুভ্র দাস, জামালপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু পাল সহ অন্যান্যরা।
শর্মিলা সরকার বলেন তিনি তাঁর সাংসদ তহবিল থেকে আপাতত ২০ লক্ষ টাকা দিলেন। পরে প্রয়োজন হলে বিধায়ক সাহেব দেবেন, তার পরেও প্রয়োজন হলে তিনি ভেবে দেখবেন। এরপর তিনি জামালপুর মহাবিদ্যালয়ে যান সেখানে তিনি একটি হাইমাস লাইট দিয়েছেন।
বিকালে তিনি জৌগ্রাম এলাকায় জৌগ্রাম, আবুইঝাটি ১ ও ২ এই তিনটি অঞ্চল নিয়ে একুশে জুলাইয়ের সমর্থনে একটি পথসভা করেন। সেখানে প্রায় তিন থেকে চার হাজার কর্মী সমর্থক উপস্থিত হয়। একুশে জুলাই যে তৃণমূল কর্মীদের কাছে একটি আবেগ তা আবার প্রমাণ হয়ে গেলো।