Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুর হাসপাতালে বাউন্ডারি ওয়াল ও গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাংসদ


 

জামালপুর হাসপাতালে বাউন্ডারি ওয়াল ও গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাংসদ 


Atanu Hazra 
Sangbad Prabhati, 11 July 2025

অতনু হাজরা, জামালপুর : বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ শর্মিলা সরকার তাঁর সাংসদ তহবিল থেকে ২০ লক্ষ টাকা দিচ্ছেন জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে। ওই টাকায় হাসপাতালের বাউন্ডারি ওয়াল ও দুটি গেট তৈরী করা হবে। তারই ভিত্তি প্রস্তর স্থাপন করতে জামালপুরে এলেন সাংসদ ডাঃ শর্মিলা সরকার। 

শুক্রবার তিনি হাসপাতাল ঘুরে দেখেন তাঁর সাথে ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ শঙ্খ শুভ্র দাস, জামালপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু পাল সহ অন্যান্যরা। 

শর্মিলা সরকার বলেন তিনি তাঁর সাংসদ তহবিল থেকে আপাতত ২০ লক্ষ টাকা দিলেন। পরে প্রয়োজন হলে বিধায়ক সাহেব দেবেন, তার পরেও প্রয়োজন হলে তিনি ভেবে দেখবেন। এরপর তিনি জামালপুর মহাবিদ্যালয়ে যান সেখানে তিনি একটি হাইমাস লাইট দিয়েছেন। 

বিকালে তিনি জৌগ্রাম এলাকায় জৌগ্রাম, আবুইঝাটি ১ ও ২ এই তিনটি অঞ্চল নিয়ে একুশে জুলাইয়ের সমর্থনে একটি পথসভা করেন। সেখানে প্রায় তিন থেকে চার হাজার কর্মী সমর্থক উপস্থিত হয়। একুশে জুলাই যে তৃণমূল কর্মীদের কাছে একটি আবেগ তা আবার প্রমাণ হয়ে গেলো।