পরিচ্ছন্নতা ও প্লাস্টিক মুক্ত অভিযানে জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা
Sangbad Prabhati, 6 July 2025
অতনু হাজরা, জামালপুর : আবুইঝাটি ১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পরিচ্ছন্নতা ও প্লাস্টিক মুক্তির জন্য অভিযান চালানো হয়। এই উদ্দেশ্যে আবুইঝাটি ১ পঞ্চায়েতের অন্তর্গত আবুইঝাটি বাজারে পঞ্চায়েত কর্মী, স্বাস্থ্য কর্মী, আশা কর্মী, অঙ্গণওয়ারি কর্মী, স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্য, আনন্দধারা গোষ্ঠীর সদস্যদের নিয়ে একটি র্যালি করা হয়।
বাজারের সকল দোকানদারকে একবার মাত্র ব্যবহার যোগ্য প্লাস্টিক ও প্লাস্টিকের কাপ ব্যবহার করতে নিষেধ করা হয়।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (এল আর) বিশ্বরঞ্জন মুখার্জী, ডিস্ট্রিক্ট এস এইচ জি এন্ড এস ই অফিসার শ্যাম তিবরেজ আনসারী, বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত প্রধান রমজান শী সহ অন্যান্যরা। পরবর্তীতে অতিরিক্ত জেলা শাসক বানী বিদ্যাপীঠ স্কুল ও টেরাপুর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
সেখানে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলেন। তাঁরা টেরাপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল ব্যবস্থা ঘুরে দেখেন। প্রসঙ্গত জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্লাস্টিক বর্জন নিয়ে লাগাতার প্রচার করে চলেছে।